Beta
শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪
Beta
শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪

যুদ্ধাপরাধের মামলায় পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার

গ্রেপ্তার গোলাম কুদ্দুসের (বাঁ থেকে দ্বিতীয়) সঙ্গে পুলিশের এন্টি টেররিজম ইউনিটের কর্মকর্তারা।
গ্রেপ্তার গোলাম কুদ্দুসের (বাঁ থেকে দ্বিতীয়) সঙ্গে পুলিশের এন্টি টেররিজম ইউনিটের কর্মকর্তারা।
[publishpress_authors_box]

যুদ্ধাপরাধের মামলায় আট বছর ধরে পলাতক আসামি রুহুল কুদ্দস খাঁন ওরফে কুদ্দস খাঁন ওরফে গোলাম কুদ্দসকে (৭৩) গ্রেপ্তার করার কথা জানিয়েছে পুলিশের এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)।

বুধবার বিকাল সোয়া ৩টার দিকে যশোর সদর থানার ঝুমঝুমপুর বিসিক শিল্পনগরী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

রুহুল কুদ্দস খাঁনের বিরুদ্ধে ২০১৭ সালের ২৩ নভেম্বর গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যাল-১।

কুদ্দুস নড়াইল সদর উপজেলার পেরুলী গ্রামের মৃত এম ভি আসাদুজ্জামানের ছেলে।

এটিইউর মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইংয়ের পুলিশ সুপার (ট্রেনিং) মোছা. শিরিন আক্তার জাহান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ চলাকালে মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে ২০১৬ সালে আসামি রুহুল কুদ্দস খাঁন ওরফে কুদ্দস খাঁন ওরফে গোলাম কুদ্দসের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ (ট্রাইবুন্যাল) আইন, ১৯৭৩ এর ৩ ধারায় মামলা দায়ের হয়। ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যাল-১ ২০১৭ সালের ২৩ নভেম্বর আসামির অনুপস্থিতিতে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। মামলা হওয়ার পর থেকেই আসামি আত্নগোপনে ছিলেন।

তিনি বলেন, এটিইউ গোয়েন্দা তথ্য সংগ্রহ করে আট বছর ধরে পলাতক থাকা রুহুল কুদ্দস খাঁনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত