Beta
মঙ্গলবার, ১৮ জুন, ২০২৪
Beta
মঙ্গলবার, ১৮ জুন, ২০২৪

ভাইয়ের বিয়ে থেকে হেলিকপ্টারে ‘হলিউডি’ ওয়ার্নার

এভাবেই আগামীকাল হেলিকপ্টারে করে মাঠে আসবেন ওয়ার্নার।
এভাবেই আগামীকাল হেলিকপ্টারে করে মাঠে আসবেন ওয়ার্নার।
Picture of ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

সিডনিতে ক্যারিয়ারের শেষ টেস্টটা খেলেছেন ডেভিড ওয়ার্নার। সেই সিডনিতেই ফিরবেন বিগ ব্যাশ লিগে। আগামীকাল সিডনি থান্ডারের হয়ে খেলবেন সিডনি সিক্সার্সের বিপক্ষে। কিন্তু ম্যাচের আগে বিয়ের অনুষ্ঠান আছে অস্ট্রেলিয়ার এই তারকার ভাইয়ের। সেই অনুষ্ঠানও মিস করতে চান  না ওয়ার্নার।

ভাইয়ের বিয়ের ভেন্যু হান্টার ভ্যালি থেকে সিডনি ক্রিকেট গ্রাউন্ডের দূরত্ব ২৫০ কিলোমিটার। বিয়ের অনুষ্ঠান সেরে মাঠে আসতে তাই হেলিকপ্টার ভাড়া করেছেন ওয়ার্নার। ৪৫ মিনিট যাত্রা শেষে ম্যাচের ঘণ্টা দুয়েক আগে হেলিকপ্টার অবতরণ করবে স্টেডিয়ামের আউটফিল্ডে।

বিগ ব্যাশে ওয়ার্নারের এভাবে ফেরাটাকে বলা হচ্ছে ‘হলিউডি এন্ট্রি’। খোদ বিপক্ষ দলের ক্রিকেটার সিন অ্যাবট মজা করে জানালেন, ‘‘এটা একটু হলিউডি ব্যাপার, তাই না! আজ আমি লাইম বাইক পেয়েছি। ডেভি ল্যান্ড করার সঙ্গে সঙ্গে আমিও কাল রাতে বাইক নিয়ে গেট থেকে বের হব! ওর সঙ্গে খেলতে মুখিয়ে আছি। বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় ওয়ার্নার।’’

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত