Beta
বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
Beta
বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪

৪৩ মাস পর ফেরা সুন্দরের ৭ উইকেট

ওয়াশিংটন সুন্দরকে অভিনন্দন জানাচ্ছেন রোহিত শর্মা। ছবি : বিসিসিাই
ওয়াশিংটন সুন্দরকে অভিনন্দন জানাচ্ছেন রোহিত শর্মা। ছবি : বিসিসিাই
Picture of ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

[publishpress_authors_box]

ওয়াশিংটন সুন্দরের পুনে টেস্টে ফেরাটাই ছিল বিস্ময়ের। এই অফস্পিনার সবশেষ টেস্ট খেলেছিলেন ২০২১ সালের মার্চে। ৪৩ মাস পর নিউজিল্যান্ডের বিপক্ষে ফিরলেন পুনেতে।

সুন্দরের প্রত্যাবর্তনটাও হয়েছে স্মরণীয়। বিষাক্ত ঘূর্ণিতে নিয়েছেন ৭ উইকেট। তার ক্যারিয়ার সেরা বোলিংয়ে ২৫৯ রানে অলআউট নিউজিল্যান্ড। জবাবে ১ উইকেটে ১৬ রানে প্রথম দিনের খেলা শেষ করেছে ভারত। ০ রানে টিম সাউদির বলে বোল্ড হয়েছেন রোহিত শর্মা।

প্রথম টেস্টে হারা দলের একাদশ থেকে পুনেতে বাদ পড়েছেন কুলদীপ যাদব, লোকেশ রাহুল ও মোহাম্মদ সিরাজ। একাদশে ফিরেছেন শুবমান গিল, আকাশ দীপ ও ওয়াশিংটন সুন্দর। ৪ টেস্টে সুন্দর উইকেট পেয়েছিলেন ৬টি তবে তিনটি ফিফটিসহ করেছেন ২৬৫ রান। সর্বোচ্চ স্কোর অপরাজিত ৯৬। সেই ৯৬ রানের ইনিংসের পর সুযোগ পাননি আর।

তবে বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়ের জন্য ৪৩ মাস পর পুনে টেস্টে ডাক পেয়েছেন ওয়াশিংটন সুন্দর। প্রথম টেস্টের মূল স্কোয়াডে না থাকলেও হঠাৎ দলে নিয়ে আসা হয় তাকে। অনেকে মনে করেছিলেন বেঙ্গালুরুতে হেরে ‘প্যানিক’ করে ডাকা হয়েছে সুন্দরকে। কিন্তু মাস্টারস্ট্রোক হয়ে গেল সেটাই।

ফেরার ম্যাচে সুন্দর নিলেন ৫৯ রানে ৭ উইকেট। নিউজিল্যান্ডের বিপক্ষে এটা ভারতীয় স্পিনারদের যৌথ তৃতীয় সেরা বোলিং।

অপর ৩ উইকেট নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। দুই স্পিনার মিলেই গুটিয়ে দিয়েছেন কিউইদের। ডেভন কনওয়ে ৭৬, রাচিন রবীন্দ্র ৬৫, মিচেল স্যান্টনার ৩৩ আর ১৮ রান করেন উইল ইয়ং।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত