Beta
বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
Beta
বৃহস্পতিবার, ১ মে, ২০২৫

এক সুন্দর বাদ পড়ায় বিস্মিত আরেক সুন্দর

ক্রিকেটার ওয়াশিংটন সুন্দর ও গুগলের সিইও সুন্দর পিচাই।
ক্রিকেটার ওয়াশিংটন সুন্দর ও গুগলের সিইও সুন্দর পিচাই।
[publishpress_authors_box]

পাঞ্জাব কিংসের কাছে ১১ রানে হেরে আইপিএল শুরু করেছে গুজরাট টাইটান্স। গুজরাটের প্রথম একাদশে ছিলেন না অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজরাটের সমালোচনা করেন অনেক। এক ভক্ত লিখেছিলেন, ‘‘সুন্দর ভারতীয় দলের সেরা ১৫ দলে অনায়াসে ঢুকে পড়তে পারেন। অথচ আইপিএল দলেই প্রথম একাদশে জায়গা করে নিতে পারেন না। এটা একটা অদ্ভুত রহস্য!’’

তার এই পোস্টে কমেন্টে করে বসেন গুগলের সিইও সুন্দর পিচাই। তার কাছে ক্রিকেটপ্রেম নতুন কিছু নয়। তিনি যে এবারের আইপিএলেও নজর রাখছেন, সেটাই যেন স্পষ্ট হল। নিজের নামের সঙ্গে মিল থাকা এক খেলোয়াড় বাদ পড়ায় সেই ভক্তের কমেন্টের জবাবে সুন্দর পিচাই লেখেন, ‘‘আমিও এটা নিয়ে ভাবছি।’’

এরপর যে ভক্ত ওয়াশিংটনকে নিয়ে পোস্ট করেছিলেন, তিনিই আগ বাড়িয়ে লেখেন, ‘‘স্যার আমার জন্য গুগলে একটা চাকরির ব্যবস্থা করে দিন।’’ সুন্দর পিচাই অবশ্য এড়িয়ে গেছেন ব্যাপারটা।

তিন মাস পর মাঠে ফিরে ৯৭* রানের ঝড়ো ইনিংস খেলেছেন কুইন্টন ডি কক।

এদিকে বুধবার আইপিএলে রাজস্থানকে ৮ উইকেটে হারিয়েছে কলকাতা। রাজস্থানের ১৫১ রানের চ্যালেঞ্জ কুইন্টন ডি ককের ৬১ বলে ৯৭* রানের ঝড়ে কলকাতা পেরিয়ে যায় ১৫ বল হাতে রেখে।

তিন মাস মাঠের বাইরে থাকার পর ব্যাট হাতে ঝড় তোলা নিয়ে ডি কক বললেন, ‘‘আন্তর্জাতিক ক্রিকেট খেলছি না বলে তৈরি হতে অসুবিধা হচ্ছে না। তিন মাস ছুটিতে ছিলাম। ১০ দিনের প্রস্তুতি নিয়েছিলাম মৌসুম শুরুর আগে। সেটাই কাজে লেগেছে।’’

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত