যুক্তরাষ্ট্রের পর ভারতের কাছে হেরে বিদায়ের কিনারে পাকিস্তান। আজ কানাডাকে হারাতে না পারলে সুপার এইটের আগেই দেশে ফিরতে হবে তাদের। এমন সময়ই বাবর আজমদের সমালোচনায় বিদ্ধ করেছেন ওয়াসিম আকরাম।
সম্প্রচারকারী চ্যানেলে ওয়াসিম আকরাম বলেছেন, ‘‘বাবর আর আফ্রিদি তো কথা বলে না। ওদের দেশে পাঠিয়ে দেওয়া উচিত।’’ এরপর নিজের ইউটিউব চ্যানেলে বলেছেন, ‘‘দলের ৬-৭ জনকে বাদ দিয়ে নতুনভাবে শুরু করা উচিত। আমরা এমনিও হারছি, তখনও হারব। সমস্যা কি? নতুন একটা দল তৈরি হবে।’’
এ নিয়ে ক্ষোভ জানালেন পাকিস্তানের সহকারী কোচ আজহার মেহমুদ। সংবাদ সম্মেলনে জানালেন, ‘‘ওয়াসিম অবশ্যই বলেছে (কেমন কথা এটা), আমি যদিও শুনিনি। বাবর-শাহিন ভালো বন্ধু, অবশ্যই ওরা কথা বলে। দুজনই পাকিস্তানের গুরুত্বপূর্ণ খেলোয়াড়।’’
যুক্তরাষ্ট্রের পর ভারতের কাছে হারায় পাকিস্তানের মনোবল ভেঙে যাওয়ার ব্যাপারটা স্বীকার করে নিয়েছেন মেহমুদ। তবে ঘুরে দাঁড়াতেও মরিয়া তিনি, ‘‘টানা দুই হারে সবার হৃদয় ভেঙে গেছে। ভারতের কাছে হারটি ছিল বেশি হতাশার। এই মুহূর্তে দলের মনোবল অনেক কমে গেছে। তবে যেহেতু ঘুরে দাঁড়ানোর সুযোগ আছে তাই মনোবল তরতাজা করা দরকার। সব শেষ না হওয়া পর্যন্ত আশা হারাচ্ছি না আমরা।’’