চট্টগ্রামে কোটা সংস্কার আন্দোলন চলাকালে সংর্ঘষে নিহত ছাত্রদল নেতা ওয়াসিম আকরামকে (২২) গ্রামের বাড়ি কক্সবাজারে পেকুয়ায় দাফন করা হয়েছে।
বুধবার দুপুরে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
নিহত ওয়াসিম আকরাম কক্সবাজারের পেকুয়া উপজেলা সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ মেহেরনামা বাজার পাড়ার সৌদি প্রবাসী শফিউল আলমের ছেলে।
চট্টগ্রাম কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের এই শিক্ষার্থী কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন।
মঙ্গলবার বিকাল ৩টার দিকে মুরাদপুর এলাকায় কোটা সংস্কার আন্দোলনকারী ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষের এক পর্যায়ে প্রাণ হারান ওয়াসিম।
কক্সবাজারের পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম বলেন, সকালে চট্টগ্রামে নিহত কক্সবাজারের পেকুয়ার শিক্ষার্থী ওয়াসিম আকরামের লাশ পৌঁছে। পরে স্থানীয় মেহেরনামা হাই স্কুল মাঠে জানাজা শেষে তাকে দাফন করা হয়।
পুরো জেলার পরিস্থিতি শান্ত এবং পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে বলে জানান পুলিশ সুপার। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিজিবি টহল দিচ্ছে, পুলিশের টহল ও নজরদারি বাড়ানো হয়েছে বলেও জানান তিনি।