আর দুয়েক দিন পরেই বসবে ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম একাডেমি (আইফা) আসর । এ নিয়ে টানা তিনবার বলিউড ঝলকে মুখর হতে চলেছে আবু ধাবি।
ইন্ডিয়া টুডে বলছে, এবারের আসরের বিশেষ চমক হয়ে উঠবেন বলিউড কিংবদন্তি রেখা।
আইফা মঞ্চে এবার ২২ মিনিটের পরিবেশনা রয়েছে বলিউডে এক সময় রাজত্ব করা এই অভিনেত্রীর।
রেখার নাচে সঙ্গ দেবেন আরও দেড়শ জন নৃত্যশিল্পী।
আইফা মঞ্চে ধ্রুপদী ছন্দ তুলতে উন্মুখ হয়ে আছেন রেখা নিজেও।
উচ্ছ্বসিত রেখা বলেন, “আইফা সবসময়ই আমার কাছে বিশেষ জায়গা।
“এই মঞ্চে শুধু ভারতীয় সিনেমারই উদযাপন হয় তা নয়। এই মঞ্চ বিশ্বের দরবারে শিল্প, সংস্কৃতি এবং ভালোবাসা তুলে ধরে।”
সত্তর ছুঁই ছুঁই অথচ চিরসবুজ রেখার মঞ্চ পরিবেশনার জন্য পোশাকের নকশা করেছেন ফ্যাশন ডিজাইনার মণীশ মালহোত্রা।
আইফার মঞ্চে ভারতীয় সিনেমার জাদু ধরা পড়ে বলে আসরের আগে জানাচ্ছেন রেখা।
তিনি বলেন, “আমার সৌভাগ্যই বলতে হয়, আমি এই কারিশমা দেখার সুযোগ পাচ্ছি কয়েক বছর ধরেই।”
সিনেমা জগতে বিশেষ অবদান রাখায় ২০১৩ সালে আইফা লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছিলেন রেখা।
২০১৮ সালে আইফা মঞ্চে নাচ ও অভিব্যক্তির কারুকাজে সবাইকে মুগ্ধ করেছিলেন এক সময়ের এই দাপুটে অভিনেত্রী।
ওই বছর রেখার ধ্রুপদী ভঙ্গিতে ‘সালাম-এ-ইশক মেরি জান’ গানের সঙ্গে নাচ পরিবেশনা এখনও সোশাল মিডিয়াতে ভক্তদের মাতিয়ে রেখেছে।
ছয় বছরের মাথায় আবারও আইফা মঞ্চে ঝঙ্কার তুলতে চলেছেন ‘উমরাও জান’ অভিনেত্রী রেখা।
মঞ্চে উঠতে প্রস্তুত এই অভিনেত্রী বলেন, “এই বিশেষ উৎসবে আবারও যোগ দিতে পারাটা ভীষণ সম্মানের।
“আইফার ইতিহাসের অংশ হতে পেরে আমার দারুণ লাগছে। আর দর্শকের তালি, উষ্ণতা, আবেগ সবসময় অভূতপূর্ব অভিজ্ঞতা হয়ে ওঠে আমার কাছে।”
অমিতাভ বচ্চন, জয়া বচ্চন ও রেখা অভিনীত সাড়া জাগানো রোমান্টিক সিনেমা ‘সিলসিলা’ মুক্তির ৪০ বছর পার হয়েছে।
হিন্দি অ্যাকশন কমেডি ‘মিস্টার নটওয়ারলাল’ সিনেমাতেও রেখা-অমিতাভ জুটি দর্শক মাতিয়েছিলেন।
এখন বড় পর্দায় উপস্থিতি কমে গেলেও বিভিন্ন অ্যাওয়ার্ডের আসরে সবার মধ্যমণি হয়ে থাকেন রেখা।
এবারের আসর নিয়ে রেখা বলেন, “আবু ধাবিতে এবারের সিনেমা উৎসবে যোগ দিতে মুখিয়ে আছি আমি।
“এই ২৪তম আসরে চমৎকার সব স্মৃতি জমা হবে। ভক্ত আর আইফা পরিবারের আন্তরিকতার এমন একটি আয়োজন সব সময় হৃদয়ে জায়গা করে নেয়।”
এরমধ্যে আবু ধাবিতে পৌঁছেন গেছেন এই অভিনেত্রী। সবাই বলাবলি করছে এবার আইফা আসরে ‘অল আইজ অন রেখা’ অর্থ্যাৎ সবারই নজর থাকবে রেখার উপরই।
২৪তম আইফা আসরের সঞ্চালনায় মঞ্চে থাকবেন অভিনেতা ও প্রযোজন শাহরুখ খান।
তিন দিনের এই আসরে প্রথম দিন বিশেষ ভাবে রাখা হয়েছে দক্ষিণী সিনেমার জন্য; যা এবারই প্রথম সংযোজন। এতে ঘোষণা হবে দক্ষিণের সেরা সিনেমার নাম। তামিল, তেলেগু, মালায়লাম, কন্নড় ইন্ডাস্ট্রির তারকারা সেদিন সন্ধ্যার আসরে থাকবেন।
পরের দিন ২৮ সেপ্টেম্বর জানা যাবে বলিউডের সেরা সিনেমার নাম।
নাচগান আর ফ্যাশন নিয়ে আরও জমকালো হয়ে উঠবে তৃতীয় ও শেষ সন্ধ্যা।