বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ওপর জলকামান, লাঠিপেটা
প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য বিশেষায়িত বিদ্যালয়গুলোকে এমপিওভুক্ত করার দাবিতে কদম ফোয়ারার সামনের সড়কে কাফনের কাপড় পরে শুয়ে অবরোধ করেন শিক্ষকরা। ছবি : হারুন অর রশীদ
প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য বিশেষায়িত বিদ্যালয়গুলোকে এমপিওভুক্ত করার দাবিতে কদম ফোয়ারার সামনের সড়কে অবরোধ করেন শিক্ষকরা। পুলিশ তাদের পথ ছাড়তে বললেও তারা শোনেননি। ছবি : হারুন অর রশীদপ্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য বিশেষায়িত বিদ্যালয়গুলোকে এমপিওভুক্ত করার দাবিতে কদম ফোয়ারার সামনের সড়কে কাফনের কাপড় পরে বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষকদের সঙ্গে পুলিশের ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। ছবি : হারুন অর রশীদএসময় শিক্ষকদের সঙ্গে পুলিশের বাকবিতণ্ডা হয়। ছবি : হারুন অর রশীদবিক্ষোভকারীরা প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে এগোতে চাইলে পুলিশ বাধা দেয়। ঘটনাস্থলে নিয়ে আসা হয় জলকামান। ছবি : হারুন অর রশীদবেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়েছিলেন বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সদস্যরা। তাদের সরাতে জলকামানের পাশাপাশি লাঠিও চার্জ করে পুলিশ। ছবি : হারুন অর রশীদএসময় পুলিশের সঙ্গে শিক্ষকদের ধস্তাধস্তি হয়। ছবিতে এক শিক্ষকের পোশাক ধরে টানতে দেখা যাচ্ছেে দুই পুলিশ সদস্যকে। ছবি : হারুন অর রশীদজলকামানের তীব্র তোড় থেকে বাঁচার চেষ্টায় অবস্থানরত শিক্ষকরা। ছবি : হারুন অর রশীদবেসরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের লক্ষ্য করে জলকামান। ছবি : হারুন অর রশীদজলকামান দিয়ে ভিজিয়ে দেওয়ার পর পুলিশের লাঠিচার্জ। ছবি : হারুন অর রশীদপুলিশের সঙ্গে ধস্তাধস্তিকে পোশাক খুলে যেতে দেখা যায় এক বিক্ষোভকারী শিক্ষকের। ছবি : হারুন অর রশীদ