হয়তো আজই শেষ হয়ে গেছে ঘরের চাল বা তেল। ওএমএস থেকে না নিলে যত খরচ হবে, তত টাকা হাতে নেই। তাই পানির মধ্যেই লাইন ধরে চাল-ডাল-তেল কেনার চেষ্টা। ছবি : সকাল সন্ধ্যা
পায়ের নিচে পানি থাক বা মাথার ওপর জ্বলন্ত সূর্য, ক্ষুধা তো থামবে না। বৃষ্টির দিনেও পথে থাকা নিম্নআয়ের মানুষদের জন্য বক্সে করে খাবার নিয়ে বসেছেন বিক্রেতা। ছবি : সকাল সন্ধ্যাঢাকার আরামবাগে ফুটপাতের ভাসমান দোকানে পানির মধ্যে বসেই খাবার খাচ্ছেন একদল মানুষ। ছবি : সকাল সন্ধ্যামায়ের জন্য এবার রিকশায় বসে অপেক্ষা করছে শিশুটি। ঢাকার আরামবাগ থেকে তোলা ছবি : সকাল সন্ধ্যামা পানিতে দাঁড়িয়ে ওএমএসের পণ্য নিচ্ছেন। তবে সন্তানকে নিরাপদ রাখতে বসিয়ে রেখেছেন ভ্যানে। ছবি : সকাল সন্ধ্যাযাক, ওএমএসের পণ্য পাওয়া গেছে। এবার পানি ভেঙে ফেরার পালা। ছবি : সকাল সন্ধ্যাচাল-ডাল আর সন্তান নিয়ে কষ্ট করে ফেরার চেষ্টা করছেন দুই নারী। ছবি : সকাল সন্ধ্যা