Beta
বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
Beta
বুধবার, ৯ অক্টোবর, ২০২৪

আমাদের বড় বিনিয়োগ দরকার : ড. ইউনূস

প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেছেন ঢাকায় নিযুক্ত কানাডার হাই কমিশনার লিলি নিকোলস। ছবি : পিআইডি
প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেছেন ঢাকায় নিযুক্ত কানাডার হাই কমিশনার লিলি নিকোলস। ছবি : পিআইডি
Picture of সকাল সন্ধ্যা প্রতিবেদন

সকাল সন্ধ্যা প্রতিবেদন

রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশ পরিচালনার দায়িত্ব পাওয়া অন্তর্বর্তী সরকার ঋণের ভারে বিপর্যস্ত একটি অর্থনীতি উত্তরাধিকারসূত্রে পেয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

আর এই বিপর্যস্ত অবস্থা থেকে উত্তরণে, আর্থিক খাত পুনর্গঠনে সহায়তার জন্য কানাডাকে বাংলাদেশে বড় বিনিয়োগের আহ্বান জানিয়েছেন তিনি।

বুধবার ঢাকায় নিযুক্ত কানাডার হাই কমিশনার লিলি নিকোলসের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা।

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ড. ইউনূসের সঙ্গে দেখা করতে যান লিলি, দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তারা।

কানাডার সঙ্গে নিজের দীর্ঘ সম্পর্কের কথা স্মরণ করে প্রধান উপদেষ্টা বলেন, অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াতে তার সরকারের কানাডার সহায়তা প্রয়োজন।

ড. ইউনূস বলেন, “আমাদের বড় বিনিয়োগ দরকার। অন্তর্বর্তীকালীন সরকার উত্তরাধিকারসূত্রে একটি অর্থনীতি পেয়েছে, যেটি বিপুল পরিমাণ ঋণের ভারে সম্পূর্ণ বিপর্যস্ত। এখন আমাদের প্রথম অগ্রাধিকার হলো অর্থনীতি ঠিক করা। সরকার পূর্ববর্তী শাসনামলে ভেঙে পড়া গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে পুনরুদ্ধার করছে এবং শাসনে শৃঙ্খলা ও স্বচ্ছতা আনছে।”

এসময় হাই কমিশনার বলেন, কানাডা সরকার প্রধান উপদেষ্টা এবং অন্তর্বর্তী সরকারকে সহায়তা করতে প্রস্তুত।

বাংলাদেশে সার ও নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহের মাধ্যমে কানাডা খাদ্য নিরাপত্তা জোরদার করতে আগ্রহী জানিয়ে লিলি নিকোলস বলেন, “উত্তর আমেরিকার দেশ থেকে বাণিজ্য অব্যাহত রাখাতে বাংলাদেশকে অবশ্যই কারখানায় শ্রমিক অধিকার নিশ্চিত করতে হবে।”

জবাবে ড. ইউনূস বলেন, তার সরকার আন্তর্জাতিক শ্রম সংস্থার মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য রেখে শ্রমিকদের অধিকার বজায় রাখতে রাজ করবে।

কানাডার হাই কমিশনার জুলাই ও আগস্টে সংঘটিত গণহত্যার বিচার ও জবাবদিহিতা প্রতিষ্ঠার জন্য জাতিসংঘের ফ্যাক্ট-ফাইন্ডিং মিশনকে সহায়তা করতেও আগ্রহের কথাও জানান।

এ বিষয়ে ড. ইউনূস বলেন, “ছাত্রদের নেতৃত্বে বিপ্লব দেশের জন্য নতুন আশার সূচনা করেছে। এটি ঐতিহাসিক সুযোগ। এই সুযোগ হয়ত কখনোই ফিরে আসবে না।”

এসময় ভোটের আগে গুরুত্বপূর্ণ নির্বাচনী সংস্কারের কথাও বলেন প্রধান উপদেষ্টা।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত