প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। অন্তর্বর্তী সরকার সেই সময়ে বিদায় নেবে বলেও নিশ্চিত করেন তিনি।
মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের সামনে তিনি একথা বলেন। উপদেষ্টা আসিফ নজরুল বলেন, “সরকারের পক্ষ থেকে আমরা দৃঢপ্রতিজ্ঞ আছি, ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে, ফেব্রুয়ারিতে আমরা চলে যাব।”
গণআন্দোলনের মুখে গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ৮ আগস্ট শপথ নেয় অন্তর্বর্তী সরকার। অভ্যুত্থানের বর্ষপূর্তিতে গত ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আগামী বছরের ফেব্রুয়ারিতে রোজার আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের ঘোষণা দেন।
দ্রুত নির্বাচনের দাবি জানিয়ে আসা বিএনপিসহ অন্য রাজনৈতিক দল এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। তবে অভ্যুত্থানকারীদের গড়া দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সংস্কার ও অভ্যুত্থান ঠেকানোর ঘটনায় হওয়া মামলার বিচার না হওয়ার আগে নির্বাচনের বিরোধিতা করে আসছে।
নির্বাচনের সময় নিয়ে রাজনৈতিক দলগুলোর বিভিন্ন রকম মন্তব্যের বিষয়ে আইন উপদেষ্টা বলেন, “রাজনৈতিক দলগুলো বিভিন্ন সময়ে বিভিন্ন কথা বলে। বাংলাদেশে দীর্ঘদিন ধরে চলে আসছে এসব রাজনৈতিক কথাবার্তা। এখনও ঠিক সেভাবেই কথাবার্তা হচ্ছে। কথাবার্তায় খুব বেশি গুণগত পরিবর্তন হয়নি।
“রাজনৈতিক দলগুলো অনেক কথাই বলে, নির্বাচনের সময় নিয়ে কে কি বললো, না বললো সেটি আপনারা রাজনৈতিক প্রক্রিয়ার অংশ হিসেবেই দেখবেন।”



