Beta
শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪
Beta
শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪

বৃষ্টি থামার আভাস নেই

নিম্নচাপের প্রভাবে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি অব্যাহত রয়েছে। শনিবার সকাল ৬টা থেকে রবিবার সকাল ৬টা পর্যন্ত ঢাকায় ৩২ মিলিমিটার বৃষ্টি হয়।
নিম্নচাপের প্রভাবে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি অব্যাহত রয়েছে। শনিবার সকাল ৬টা থেকে রবিবার সকাল ৬টা পর্যন্ত ঢাকায় ৩২ মিলিমিটার বৃষ্টি হয়। ছবি : হারুন অর রশীদ
Picture of সকাল সন্ধ্যা প্রতিবেদন

সকাল সন্ধ্যা প্রতিবেদন

মধ্য শরতে এসে মৌসুমী বায়ুর সক্রিয়তার মধ্যে নিম্নচাপের ফলে বৃষ্টিতে ভিজছে প্রায় গোটা দেশ; এমন বৃষ্টি বর্ষণ আরও কয়েকদিন চলবে বলেই আভাস রয়েছে।

শনিবার রাত থেকেই বৃষ্টি হচ্ছে রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলায়। আবহাওয়া অধিদপ্তরের তথ্যে দেখা যাচ্ছে, বৃষ্টি হয়নি, এমন জেলা নেই।

গত ২৪ ঘণ্টায় সর্বাধিক ১৬১ সেন্টিমিটার বৃষ্টিপাত হয়েছে পটুয়াখালীতে। দক্ষিণ উপকূলের বরিশাল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, যশোর, বাগেরহাটের পাশাপাশি গোপালগঞ্জ, মাদারীপুর ও ফরিদপুরেও বৃষ্টিপাতের পরিমাণ ১০০ সেন্টিমিটারের বেশি ছিল।

এমন বর্ষণের কারণ হিসাবে আবহাওয়া অধিদপ্তর ভারতের পশ্চিমবঙ্গ এলাকায় গভীর স্থল নিম্নচাপের অবস্থানের কথা বলছে।  

এই সময়ে সৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ ভারতের পাঞ্জাব থেকে নিম্নচাপটির কেন্দ্রস্থল এবং বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত।

মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে, বলেছে আবহাওয়া অধিদপ্তর।

সোমবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, খুলনা, বরিশাল ও ঢাকা বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে। দেশের বাকি এলাকায়ও দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বর্ষণ হতে পারে।

মঙ্গলবারও অধিকাংশ স্থানে মাঝারি ধরনের বর্ষণের আভাস রয়েছে। আগামী পাঁচ দিনে আবহাওয়ার অবস্থার পরিবর্তনের ইঙ্গিত নেই।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত