Beta
শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
Beta
শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫

শীতের প্রকোপ কমার আভাস

শীতের সকালে স্কুলগামী শিক্ষার্থীরা। ফাইল ছবি।
শীতের সকালে স্কুলগামী শিক্ষার্থীরা। ফাইল ছবি।
[publishpress_authors_box]

বিভিন্ন জেলার উপর দিয়ে যে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, তা প্রশমিত হওয়ার আভাস মিলেছে। রাতের তাপমাত্রাও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে ঝরতে পারে বৃষ্টি।

আবহাওয়া অধিদপ্তরের সোমবার সকালে দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, মৌলভীবাজার, চুয়াডাঙ্গা, যশোর, বরিশাল, ভোলা, কুমিল্লা, ফেনীসহ ঢাকা, রাজশাহী ও রংপুর বিভাগের উপর দিয়ে বয়ে যাওয়া মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে।

গত ২৪ ঘণ্টায় দেশে সর্বনিম্ন তাপমাত্রা ছিল দিনাজপুরে ৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস, সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় চট্টগ্রামের সীতাকুণ্ডে ২৮ ডিগ্রি সেলসিয়াস।

এই সময়ে ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল ২৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসে, নেমেছিল ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াসে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ৭২ ঘণ্টায় সারাদেশে দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা বাড়তে পারে।

সারাদেশে আকাশ মেঘলা থাকবে। মঙ্গলবার ফরিদপুর ও খুলনার কিছু স্থানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে আবহাওয়ার পূর্বাভাসে। পরবর্তী দিনগুলোতে ঢাকা, সিলেট বিভাগেও এমন বৃষ্টি হতে পারে।

মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশই কুয়াশার চাদরে ঢাকা থাকবে, এমন আভাসই মিলেছে। সে কারণে এই সময়ে নৌচলাচল ব্যাহত হতে পারে বলে সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া বিভাগ।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত