গত সপ্তাহজুড়েই গরমটা ছিল তাতানো, গোটা দেশকে করে রেখেছিল অস্থির। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছিল, বৃষ্টিতে গরম কমে আসবে।
আষাঢ়ের তৃতীয় দিনেই আবহাওয়া অধিদপ্তর জানাল, সক্রিয় মৌসুমী বায়ুর কারণে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বজ্রমেঘ তৈরি হচ্ছে এবং বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে।
বিভিন্ন স্থান থেকে বৃষ্টির খবরও আসছে। তবে বৃষ্টি কেটে গেলে ভ্যাপসা গরমও লাগছে।
অধিদপ্তরের আবহাওয়াবিদ আফরোজা সুলতানা মঙ্গলবার সকাল সন্ধ্যাকে বলেন, “বর্ষাকালে আবহাওয়া এমন থাকাটাই স্বাভাবিক। বৃষ্টিও হবে, ভ্যাপসা গরমও থাকবে। তবে বৃষ্টি বেশি হলে গরমটা কিছুটা কমে আসবে।”
আবহাওয়া অধিদপ্তর নিয়মিত বুলেটিনে ভারি থেকে অতি ভারি বৃষ্টির আভাস দিয়ে দেশের চারটি সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত আর নদী বন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে।
তবে সব নদী নয়, কিছু কিছু নদীকে সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আর চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আফরোজা সুলতানা বলেন, “মৌসুমী বায়ু সক্রিয় হয়ে ওঠার কারণে সাগরও উত্তাল হয়েছে বেশি। দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। উপকূলীয় এলাকায় বৃষ্টির পরিমাণ খানিকটা বেশি হতে পারে।”
মঙ্গলবার আবহাওয়ার বার্তায় বলা হয়, সক্রিয় মৌসুমী বায়ুর কারণে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বজ্রমেঘ তৈরি হচ্ছে এবং বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরগুলোর উপর দিয়ে ভারি থেকে অতি ভারি বৃষ্টিসহ দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
সেই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
আবহাওয়ার বার্তায় আগামীকাল বুধবার পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে ভারি থেকে অতি ভারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
সাধারণত ২৪ ঘণ্টায় ১ থেকে ১০ মিলিমিটার বৃষ্টি হলে তা হালকা, ১১ থেকে ২২ মিলিমিটার বৃষ্টি হলে মাঝারি, ২৩ থেকে ৪৩ মিলিমিটার বৃষ্টি হলে মাঝারি ধরনের ভারি, ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টি হলে তা ভারি এবং ৮৮ মিলিমিটারের বেশি বৃষ্টি রেকর্ড হলে সেটিকে বলা হয়ে থাকে অতিভারি বৃষ্টিপাত।
আফরোজা সুলতানা বলেন, ঢাকার আকাশও কালো। বৃষ্টি হচ্ছে, সেটা আরেকটু বাড়তে পারে। মোটামুটি এটা ২ থেকে ৩ দিন থাকবে, পরে আবার বাড়তে পারে। তবে সতর্ক সংকেতগুলো আপাতত এটাই থাকবে।