Beta
বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫
Beta
বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫

ডব্লিউইএফর বৈঠক : ডাভোস গেলেন প্রধান উপদেষ্টা

chief advisor
[publishpress_authors_box]

বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) বার্ষিক বৈঠকে যোগ দিতে চার দিনের সরকারি সফরে সুইজারল্যান্ডের ডাভোস শহরের উদ্দেশে ঢাকা ছেড়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

তার প্রেস সচিব শফিউল আলম বাসসকে জানান, প্রধান উপদেষ্টা ড. ইউনূস ও তার সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইট মঙ্গলবার প্রথম প্রহরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

তিনি জানান, ডাভোসে প্রধান উপদেষ্টার সঙ্গে জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজ, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব, বেলজিয়ামের রাজা ফিলিপ ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা আলোচনা করবেন বলে আশা করা যাচ্ছে।

এছাড়া সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের মেয়ে শেখ লতিফা বিনতে মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম, ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রেসিডেন্ট ক্রিস্টিন লাগার্ড, ফেইসবুকের গ্লোবাল অ্যাফেয়ার্স অ্যান্ড কমিউনিকেশন্সের ভাইস প্রেসিডেন্ট নিক ক্লেগ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব অ্যাগনেস ক্যালামার্ড ও বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) মহাপরিচালক ড. এনগোজি ওকোনজো-আইউইলার সঙ্গেও ড. ইউনূসের বৈঠক করার কথা রয়েছে।   

প্রেস সচিব শফিউল আলম আরও জানান, ডাভোসে বাংলাদেশ নিয়ে পৃথক সংলাপের আয়োজন করা হবে, যেখানে বিশ্বের বিভিন্ন দেশের ব্যবসায়ী নেতা ও আন্তর্জাতিক সংস্থার প্রধান নির্বাহীরা যোগ দেবেন।

আগামী শনিবার প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত