Beta
শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪
Beta
শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪

পুরান-ঝড়ে উড়ে গেল আফগানিস্তান

পুরান-৫
Picture of ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তান- দুই দলেরই সুপার এইট নিশ্চিত হয়েছে। সেই হিসাবে তাদের মুখোমুখি লড়াই ছিল সুপার এইটের ‘প্রস্তুতি’। সেন্ট লুসিয়ার ম্যাচটিতে নিকোলাস পুরানের ঝড়ে উড়ে গেছে আফগানরা। টি-টোয়েন্টি বিশ্বকাপে রেকর্ড সংগ্রহ গড়ে ওয়েস্ট ইন্ডিজ পেয়েছে ১০৪ রানের বড় জয়।

মঙ্গলবার (১৮ জুন) ড্যারেন স্যামি স্টেডিয়ামে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ২১৮ রান করে ওয়েস্ট ইন্ডিজ। কুড়ি ওভারের বিশ্বকাপে এটাই তাদের সর্বোচ্চ সংগ্রহ। এই কঠিন লক্ষ্য তাড়া করতে নেমে ১৬.২ ওভারে মাত্র ১১৪ রানে গুটিয়ে যায় আফগানিস্তান।

দুই দলের ব্যাটিং দুইরকম ইঙ্গিত দিয়েছে। ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিংয়ের সময় মনে হয়েছে ব্যাটারদের স্বর্গভূমি ড্যারেন স্যামি স্টেডিয়াম। কিন্তু আফগানিস্তানের ব্যাটিংয়ের সময় দাপট দেখিয়েছেন ক্যারিবীয় বোলাররা। এক পুরানেই বিধ্বস্ত রশিদ খানরা। ওয়ান ডাউনে নেমে ৫৩ বলে তিনি খেলেছেন ৯৮ রানের ঝড়ো ইনিংস।

মাত্র ২ রানের জন্য সেঞ্চুরি মিস করেছেন পুরান। তবে এবারের বিশ্বকাপে সর্বোচ্চ ইনিংসটা নিজের করে নিয়েছেন এই উইকেটকিপার ব্যাটার। বিধ্বংসী ব্যাটিংয়ে ৬ চারের সঙ্গে মেরেছেন ৮ ছক্কা। তাতে ছক্কার নতুন এক রেকর্ডও গড়েছেন ম্যাচসেরার পুরস্কার জয়ী পুরান। ক্রিস গেইলকে ছাড়িয়ে টি-টোয়েন্টিতে ওযেস্ট ইন্ডিজের সর্বোচ্চ ১২৮ ছক্কার মালিক তিনি। পেছনে ফেলেছেন গেইলের ১২৪ ছক্কা।

জনসন চার্লসের ব্যাটেও ধার ছিল। ২৭ বলে ৮ বাউন্ডারিতে ৪৩ রান করেছেন তিনি। এছাড়া অধিনায়ক রোভম্যান পাওয়েলের ১৫ বলে ২৬ ও শাই হোপের ১৭ বলে ২৫ রানের ইনিংসে ২১৮ রান করে ওয়েস্ট ইন্ডিজ।

গুলবাদিন নাইব ২ ওভারে ১৪ রানে নেন ২ উইকেট। আর একটি করে উইকেট পেয়েছেন আজমতউল্লাহ ওমরজাই ও নাভিন-উল-হক।

২১৯ রানের লক্ষ্যে খেলতে নেমে রহমানউল্লাহ গুরবাজ রানের খাতা খোলার আগেই আউট। তার মতো ব্যর্থ হয়েছেন গুলবাদিন (৭) ও নাজিবউল্লাহ জাদরান (০)। সর্বোচ্চ ৩৮ রান করেছেন ইব্রাহিম জাদরান। ২৩ রান আসে ওমরজাইয়ের ব্যাট থেকে।

ওয়েস্ট ইন্ডিজের সবচেয়ে সফল বোলার ওবেড ম্যাককয়। এই পেসার ৩ ওভারে ১৪ রানে নেন ৩ উইকেট। আকিল হোলেন ৪ ওভারে ২১ রানে পেয়েছেন ২ উইকেট। তার সমান ২ উইকেট শিকার গুদাকেশ মোটির।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত