এবারের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের শুরুটা যাচ্ছেতাই ছিল। দক্ষিণ আফ্রিকার কাছে হেরেছিল ১০ উইকেটে। স্কটল্যান্ডকে অবশ্য ৬ উইকেট হারিয়ে ঘুরে দাঁড়িয়েছিল তারা। তাই নড়বড়ে শুরু করা ক্যারিবীয়দের বিপক্ষে জয়ের আশা দেখছিলেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা।
সেমিফাইনালের দৌড়ে টিকে থাকার সেই ম্যাচে পাত্তাই পেল না বাংলাদেশ। নিগারের দলকে ওয়েস্ট ইন্ডিজ হারাল ৮ উইকেটে। বাংলাদেশের ৮ উইকেটে ১০৩ রানের চ্যালেঞ্জ তারা পেরিয়ে যায় ৪৩ বল হাতে রেখে।
এই জয়ে ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘বি’র শীর্ষে এখন ওয়েস্ট ইন্ডিজ। ৩ ম্যাচে দক্ষিণ আফ্রিকার পয়েন্ট ৪ (রান রেটে দুইয়ে), ২ ম্যাচে ইংল্যান্ডের ৪, ৩ ম্যাচে বাংলাদেশের ২ আর ৩ ম্যাচে স্কটল্যান্ডের ০। আজকের (বৃহস্পতিবার) হারে সেমিফাইনালের দৌড় থেকে একপ্রকার ছিটকেই পড়লেন নিগাররা।
শারজায় শুরুতে ব্যাট করে কেবল ১০৩ রানই করতে পারে বাংলাদেশ। পাওয়ার প্লে’র ৬ ওভারে ৩৩ রানে ২ উইকেট হারায় বাংলাদেশ। এরপর ক্রিজে এসে নিগার সুলতানা টিকে ছিলেন ২০তম ওভারের তৃতীয় বল পর্যন্ত। ৪ বাউন্ডারিতে ৪৪ বলে সবচেয়ে বেশি ৩৯ রান করেছেন তিনিই।
ওপেনার দিলারা আক্তার ১৮ বলে ২ বাউন্ডারিতে করেন ১৯ রান। সোবহানা মোসতারি ২২ বলে ২ বাউন্ডারিতে করেন ১৬।
৪ ওভারে ১৭ রানে ওয়েস্ট ইন্ডিজের হয়ে সবচেয়ে বেশি ৪ উইকেট নিয়েছেন অফ স্পিনার কারিশমা রামহারাক। ম্যাচ সেরাও হয়েছেন তিনি। লেগ স্পিনার আফি ফ্লেচার ৪ ওভারে ২৫ রানে নেন ২ উইকেট।
জবাবে ১২.৫ ওভারেই ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ওয়েস্ট ইন্ডিজ। ২২ বলে ৩৪ করেন অধিনায়ক হেইলি ম্যাথুজ। ১টি করে উইকেট নাহিদা আক্তার ও মারুফা আক্তারের।