Beta
মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫
Beta
মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫

ইংল্যান্ডের ২১৮ তাড়া করে ওয়েস্ট ইন্ডিজের ইতিহাস

১৩৬ রানের জুটি গড়েন লুইস ও হোপ। ছবি : ক্রিকইনফো
১৩৬ রানের জুটি গড়েন লুইস ও হোপ। ছবি : ক্রিকইনফো
[publishpress_authors_box]

টি-টোয়েন্টিতে ২০০ রান এখন ডালভাত। তাই কোনো দল ২০০’র বেশি স্কোর করলেও ঘাবড়ে যায় না প্রতিপক্ষ। সেন্ট লুসিয়ায় যেমন যায়নি ওয়েস্ট ইন্ডিজ। শুরুতে ব্যাট করে পাঁচ ম্যাচ সিরিজের চতুর্থটিতে ইংল্যান্ড পুঁজি পেয়েছিল ৫ উইকেটে ২১৮ রানের।

সেন্ট লুসিয়ার ড্যারেন সামি স্টেডিয়ামে এত বেশি রান তাড়া করে টি-টোয়েন্টি জিতেনি কেউ। ২০১০ বিশ্বকাপ সেমিফাইনালে পাকিস্তানের ১৯১ রানের চ্যালেঞ্জ টপকে অস্ট্রেলিয়ার জয়টাই ছিল সেরা। সেই রেকর্ড পেছনে ফেলল রোভমান পাওয়েলের দল। ইংল্যান্ডের ২১৮ রানের পাহাড়ও ক্যারিবিয়রা পেরিয়ে গেল ৫ উইকেট আর ৬ বল হাতে রেখে। ম্যাচে দুই দল মিলে করেছে ৪৩৯ রান, ছক্কা মেরেছে ৩২টি।

৫ উইকেটের এই জয়ের নায়ক এভিন লুইস ও শাই হোপ। ওপেন করতে নেমে ৯ ওভারেই দুজন গড়েন ১৩৬ রানের জুটি। লুইস ৩১ বলে ৪ বাউন্ডারি ৭ ছক্কায় করেছিলেন ৬৮ রান। ম্যাচ সেরা হোপ খেলেন ২৪ বলে ৭ বাউন্ডারি ৩ ছক্কায় ৫৪ রানের ইনিংস।

ম্যাচ সেরা শাই হোপ খেলেন ২৪ বলে ৭ বাউন্ডারি ৩ ছক্কায় ৫৪ রানের ইনিংস। ছবি : ক্রিকইনফো

ওয়েস্ট ইন্ডিজের হয়ে রেকর্ড ১০২তম টি-টোয়েন্টি খেলা নিকোলাস পুরান উপলক্ষ্যটা স্মরণীয় করতে পারেননি। তিনি ফেরেন ০ রানে। তবে অধিনায়ক রোভমান পাওয়েল ২৩ বলে ৩৮ আর রাদারফোর্ড ১৭ বলে ২৯* করে এনে দেন স্মরণীয় জয়। এই জয়েও পাঁচ ম্যাচর সিরিজে ওয়েস্ট ইন্ডিজ পিছিয়ে ৩-১ ব্যবধানে।

এর আগে ইংল্যান্ডের হয়ে জ্যাকব বেথেলে ৩২ বলে ৬২ ও ফিল সল্ট করেছিলেন ৩৫ বলে ৫৫ রান। ২ উইকেট নেন গুড়াকেশ মোতি।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত