Beta
মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫
Beta
মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫

প্রোটিয়াদের হোয়াইটওয়াশ করে ওয়েস্ট ইন্ডিজের প্রতিশোধ

ggg
[publishpress_authors_box]

দক্ষিণ আফ্রিকার কাছে হেরে গত টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ওয়েস্ট ইন্ডিজ বিদায় নিয়েছিল সুপার এইট থেকে। সেই প্রোটিয়াদের ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করল ক্যারিবীয়রা। মঙ্গলবার সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে বৃষ্টি আইনে ওয়েস্ট ইন্ডিজ জিতেছে ৮ উইকেটে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এটা তাদের টানা তৃতীয় সিরিজ জয়।

১৩ ওভারে নেমে আসা ম্যাচে  দক্ষিণ আফ্রিকার ৪ উইকেটে ১০৮ রানের জবাবে ওয়েস্ট ইন্ডিজের দরকার ছিল ১১৬ রান। ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে ২২ বল হাতে রেখে লক্ষ্যটা পেরিয়ে যায় স্বাগতিকরা। শাই হোপ ২৪ বলে ৪২*, নিকোলাস পুরান ১৩ বলে ৩৫ আর শিমরন হেটমায়ার খেলেন ১৭ বলে ৩১* রানের ইনিংস।

১৪ রানে ২ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন রোমারিও শেফার্ড। প্রোটিয়াদের হয়ে ট্রিস্টান স্টাবস ১৫ বলে করেছিলেন ৪০। একই মাঠে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজ জিতেছিল ৭ উইকেটে আর দ্বিতীয় ম্যাচে ৩০ রানে।

 তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে এ নিয়ে দ্বিতীয়বার প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করল ওয়েস্ট ইন্ডিজ। ২০১৭ সালে প্রথমবার তারা হোয়াইটওয়াশ করেছিল আফগানিস্তানকে।

ম্যাচ সেরা রোমারিও শেফার্ড খুশি বিশ্বকাপের প্রতিশোধ নিতে পেরে, ,‘‘ বিশ্বকাপে যে দলটা আমাদের ছিটকে দিয়েছিল, তাদের সব ম্যাচে হারানো অসাধারণ ব্যাপার।’’

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত