টি-টোয়েন্টির যুগে বদলে গেছে টেস্ট ক্রিকেট। এখানে অবশ্য টেস্ট চ্যাম্পিয়নশিপেরও বড় ভূমিকা আছে। আগে সিরিজ জয়ের লক্ষ্য থাকলেও এখন দলগুলো চায় টেস্টের চ্যাম্পিয়নশিপের মুকুট। এ কারণে টেস্ট ম্যাচে ড্র দেখা যায় না বললেই চলে। দক্ষিণ আফ্রিকা-ওয়েস্ট ইন্ডিজের সৌজন্যে এক বছরেরও বেশি সময় পর আবার ড্রয়ের দেখা মিলল টেস্টে।
ড্র হয়েছে পোর্ট অব স্পেনের প্রথম টেস্ট। শেষ দিনে দ্রুত গতিতে রান তুলে প্রথম সেশনেই ৩ উইকেটে ১৭৩ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করেছিল দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়ারা ২৯৮ রানের লক্ষ্য দিয়ে ফল আনতে চেয়েছিল ম্যাচে। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ ব্যাটারদের চোয়ালবদ্ধ ব্যাটিংয়ে ড্রতে শেষ হয়েছে ত্রিনিদাদের এই টেস্ট। ক্যারিবিয়ানরা দ্বিতীয় ইনিংসে করেছিল ৫ উইকেটে ২০১ রান।
২০২৩ সালের জুলাইয়ে সর্বশেষ ড্র দেখেছিল টেস্ট ক্রিকেট। এই পোর্ট অব স্পেনেই ড্র করে মাঠ ছেড়েছিল ওয়েস্ট ইন্ডিজ ও ভারত। ম্যাচের হিসাবেও সংখ্যা কম নয়। ২৮ ম্যাচ পর প্রথম কোনও টেস্টে ফল এলো না।
এই ম্যাচে ফল না আসার বড় কারণ আবহাওয়া। পাঁচ দিনে বৃষ্টির কারণে নষ্ট হয়েছে ১৪২ ওভারের খেলা। এরপরও জয়ের চেষ্টা করেছে দক্ষিণ আফ্রিকা। ২৯৮ রানের লক্ষ্য বেঁধে দিয়ে বোলিংয়ে দারুণ শুরুও পায় তারা। ১৮ রানে তুলে নেয় দুই ওপেনার ক্রেগ ব্র্যাথওয়েট (০) ও মিকাইল লুইসের (৯) উইকেট। তবে অ্যালিক অ্যাথানেজ ও জেসন হোল্ডারের দৃঢ়তায় ড্র নিয়ে মাঠ ছাড়ে ওয়েস্ট ইন্ডিজ।
অ্যাথানেজ ১১৬ বলে খেলেন ৯২ রানের ইনিংস। হোল্ডার ৭৬ বলে অপরাজিত থাকেন ৩১ রানে। কাভেম হজেরও অবদান আছে। ৫৫ বলে তিনি করেন ২৯ রান।
দক্ষিণ আফ্রিকার কেশভ মহারাজ ৮৮ রানে নেন ৪ উইকেট। এই স্পিনারের হাতেই উঠেছে ম্যাচসেরার পুরস্কার। কাগিসো রাবাদা পেয়েছেন একটি উইকেট।