ছাত্র-গণআন্দোলনের মুখে পদত্যাগ করে শেখ হাসিনা দেশ ছাড়ার পর সরকারহীন অবস্থায় দ্বিতীয় দিন পার করল বাংলাদেশ।
এরই মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসাবে ড. মুহাম্মদ ইউনূস বৃহস্পতিবার শপথ নিচ্ছেন বলে জানা গেছে। তিনি ফ্রান্স থেকে দেশে রওনা হচ্ছেন। তার সাজার রায়ও বাতিল হয়ে গেছে।
শীর্ষ পর্যায়ের সবাইকে বদলে দেওয়ার পর পুলিশের নতুন মহাপরিদর্শক বাহিনীর সবাইকে কাজে ফেরার আহ্বান জানিয়েছেন।
রাজনৈতিক পটপরিবর্তনের পর মুক্ত খালেদা জিয়া ভিডিও বার্তা পাঠিয়েছেন দলের সমাবেশে।
গত সোমবার শেখ হাসিনা দেশ ছাড়ার পর থেকে অদ্ভুত এক পরিস্থিতির মধ্যে চলছে দেশ। তার মধ্যে এক নজরে দেখে যাওয়া যাক, কী কী ঘটল বুধবার।
পুলিশ-র্যাবে নতুন নেতৃত্ব
চুক্তিভিত্তিক নিয়োগে পুলিশ মহাপরিদর্শকের (আইজিপি) পদে ছিলেন চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। তার চুক্তি বাতিল করা হয়েছে।
অতিরিক্ত আইজিপি মো. ময়নুল ইসলামকে নিয়োগ দেওয়া হয়েছে আইজিপি পদে। দায়িত্ব নেওয়ার পর তিনি বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেছেন।
এরপর সব পুলিশকে বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে নিজ নিজ কর্মস্থলে ফেরার নির্দেশ দিয়েছেন। ছাত্র আন্দোলন দমনে পুলিশের ভূমিকার জন্য দুঃখ প্রকাশ করেছেন তিনি। আন্দোলন ঘিরে সংঘর্ষ–সহিংসতায় নিহতের ঘটনাগুলোর সুষ্ঠু তদন্তের আশ্বাস দিয়েছেন।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমানকে সরিয়ে দেওয়া হয়েছে। তার জায়গায় ডিএমপি কমিশনারের দায়িত্ব নিয়েছেন মাইনুল হাসান।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালকের (ডিজি) পদেও পরিবর্তন আনা হয়েছে। দায়িত্ব পেয়েছেন অতিরিক্ত আইজি এ কে এম শহিদুর রহমান।
কুষ্টিয়া-কাশিমপুর কারাগার থেকে পালিয়েছে বন্দি
কুষ্টিয়া জেলা কারাগারে বিদ্রোহ, মুল ফটক ভেঙে পালিয়ে গেছে ৪০ থেকে ৫০ জন বন্দি। কারারক্ষীদের গুলি ছোড়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে কোনো অস্ত্র বা অন্য কিছু লুটের ঘটনা ঘটেনি বলে প্রাথমিকভাবে তথ্য মিলেছে।
গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে ২০৯ বন্দি পালিয়েছে। এসময় নিরাপত্তাকর্মীদের গুলিতে অন্তত ছয়জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
অবৈধভাবে সীমান্ত অতিক্রম ঠেকাতে কঠোর বিজিবি
অবৈধভাবে সীমান্ত অতিক্রম বন্ধ করতে নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)। এ বিষয়ে তথ্য দিতে জনগণের কাছে সহযোগিতা চাওয়া হয়েছে।
পদত্যাগে বাধ্য ডেপুটি গভর্নররা
চার ডেপুটি গভর্নর এবং আর্থিক গোয়েন্দা দপ্তরের প্রধান বিক্ষুব্ধ কর্মকর্তাদের দাবির মুখে পদত্যাগ করেছেন। যারা কার্যালয়ে উপস্থিত ছিলেন, তারা কেন্দ্রীয় ব্যাংক থেকে বেরিয়ে যান। তবে গভর্নর আব্দুর রউফ তালুকদার এদিন কার্যালয়ে যাননি।
অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন পদত্যাগ করেছেন। তার আগে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদও পদত্যাগ করেন।
মুখ্য সচিবের নিয়োগ বাতিল
মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়ার নিয়োগ বাতিল হয়েছে।
এইচএসসি পরীক্ষা স্থগিতই থাকল
১১ আগস্ট থেকে পুনরায় শুরু হতে যাওয়া সব বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরীক্ষা সময়সূচি পরে জানানো হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
ব্যবসায়ীদের সংবাদ সম্মেলন
ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বাংলাদেশ (আইসিসিবি) সংবাদ সম্মেলন করে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের প্রস্তাবকে স্বাগত জানিয়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে দ্রুত ব্যবস্থা নিতে রাষ্ট্রপতি ও তিন বাহিনীর প্রধানদের প্রতি অনুরোধ জানিয়েছে ব্যবসায়ী নেতারা।
সামনে এলেন খালেদা জিয়া
সাত বছর পর নেতা-কর্মীদের সামনে দেখা দিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া; এদিন নয়া পল্টনে দলের সমাবেশে তার ভিডিও বার্তা প্রচার হয়। তিনি সবাইকে শান্ত থাকার আহ্বান জানান। আন্দোলনকারী ছাত্রদের সঙ্গে েথকে কাজ করতে দলের নেতা-কর্মীদের নির্দেশনা দেন।
হাসপাতালে থাকা খালেদা জিয়া ইতোমধ্যে তার নবায়িত পাসপোর্টও পেয়ে গেছেন।
নয়া পল্টনের সমাবেশ থেকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিন মাসের মধ্যে নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন। এই সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমানও বক্তব্য দেন।
ভুল না করার আহ্বান ড. ইউনূসের
অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিতে যাওয়া ড. মুহাম্মদ ইউনূস চলমান পরিস্থিতিতে দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়ে বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, কোনও প্রকার ভুলে বিজয় যেন হাতছাড়া না হয়।
সাজা বাতিল ড. ইউনুসের
শ্রম আইন লঙ্ঘনের মামলায় গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান হিসাবে ড. ইউনূসকে যে ৬ মাসের সাজা দেওয়া হয়েছিল, তা বাতিল করেছে শ্রম আপিল ট্রাইব্যুনাল। ফলে এই মামলার দায় থেকে তিনি মুক্ত হলেন।
শপথ বৃহস্পতিবার
সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ জামান জানিয়েছেন, বৃহস্পতিবার রাত ৮টায় অন্তর্বর্তীকালীন সরকারের শপথ অনুষ্ঠান হতে পারে। এই সরকারের সদস্য সংখ্যা ১৫ জনের মতো হতে পারে বলেও ধারণা দেন তিনি।
বৃহস্পতিবার ড. ইউনূস দেশে ফিরলে বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানাতে নিজেই যাবেন বলে জানিয়েছেন সেনাপ্রধান।
জনগণের আন্দোলনে সংহতি পাকিস্তানের
বাংলাদেশের জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করেছে পাকিস্তান। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে একথা বলা হয়েছে বলে দেশটির সংবাদমাধ্যম ডন জানায়।
অস্থিরতা চললে ভারতেরই ক্ষতি
বাংলাদেশ এখন যে ধরনের অস্থিরতার ভেতর দিয়ে যাচ্ছে, তা অব্যাহত থাকলে ভারতসহ প্রতিবেশী দেশগুলোও ক্ষতির মুখে পড়বে, এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে একথা বলেন ড. ইউনূস।
দেশ ছাড়ার একদিন আগেই পদত্যাগের সিদ্ধান্ত নেন শেখ হাসিনা
যেদিন শেখ হাসিনা দেশ ছেড়েছিলেন, পদত্যাগের সিদ্ধান্ত তার আগের দিনেই নিয়ে ফেলেছিলেন তিনি। এমনটাই বলছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। তিনি ডয়চে ভেলে বাংলাকে বলেন, “আমরা কয়েকজন শুধু জানতাম যে, তিনি ঘোষণা দেবেন, তিনি পদত্যাগ করছেন এবং সংবিধান অনুযায়ী যাতে একটি ট্রানজিশন অব পাওয়ার হয়, সেটাই ছিল তার প্ল্যান।”
শেখ হাসিনা এখন ভারতে রয়েছেন। অন্য কোনও দেশে আশ্রয় নেওয়ার কোনও আবেদনও তিনি করেননি বলে জয় জানান।
এদিকে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, সেনাবাহিনী সরকারের ওপর থেকে সমর্থন তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল, আর তাতেই শেখ হাসিনার ভবিষ্যৎ নির্ধারিত হয়ে যায়।