Beta
শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪
Beta
শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪

অলিম্পিকে ইমরানুরের বিদায়

ইমরানুর রহমান দৌড়েছেন অলিম্পিক গেমসে।
ইমরানুর রহমান দৌড়েছেন অলিম্পিক গেমসে।
Picture of ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

অলিম্পিকের সবচেয়ে আকর্ষণীয় ইভেন্ট ১০০ মিটার স্প্রিন্টের বাছাইয়ে শনিবার বাংলাদেশ সময় বেলা ৩টা ১০ মিনিটে অংশ নেন বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান। অনুমিতভাবেই প্রিলিমিনারি রাউন্ড থেকে বাদ পড়েছেন তিনি। ১০.৭৩ সেকেন্ড সময় নিয়ে নিজের হিটে হয়েছেন ৬ষ্ঠ। সব মিলিয়ে ৪৫ জনের মধ্যে ইমরানুর হয়েছেন ২৫তম। এই রাউন্ডে একজন হয়েছেন ডিসকোয়ালিফাইড।

প্যারিসের স্তাদে দা ফ্রাঁসে প্রিলিমিনারির ৬ নম্বর ও সর্বশেষ হিটে দৌড়েছেন ইমরানুর। যুক্তরাজ্যপ্রবাসী স্প্রিন্টার গত বছর বিশ্ব অ্যাথলেটিকসে এক প্রতিযোগিতায় ১০.১১ সেকেন্ড দৌড়েছিলেন। সেটার ধারেকাছেও অবশ্য যেতে পারেননি এদিন।

গত বছর চীনে অনুষ্ঠিত এশিয়ান গেমসে ১০০ মিটার স্প্রিন্টে ইমরানুর সময় নেন ১০.৪২ সেকেন্ড। এর আগে থাইল্যান্ডে এশিয়ান চ্যাম্পিয়নশিপে ১০.২৫ সেকেন্ডে দৌড়েছিলেন। যেটি এখন পর্যন্ত ইমরানুরের সেরা টাইমিং।

ইমরানুরের হিটে ৮ জনের মধ্যে প্রথম হয়ে প্রিলিমিনারি রাউন্ড পার হয়েছেন পানামার আরতুরো হারমোদিও। তিনি সময় নেন ১০.৩৪ সেকেন্ড। দ্বিতীয় হয়ে পরের রাউন্ডে উঠেছেন সেশেলসের সিকোবো ডিলান। তার টাইমিং ১০.৫১ সেকেন্ড।

ইমরানুর রহমান।

এবারের অলিম্পিকে অংশ নেওয়া তারকা স্প্রিন্টার নোয়াহ লাইলস, কিশান থম্পসন, মার্সেলো জ্যাকবসদের অংশগ্রহণে মূল হিট শুরু হওয়ার আগে ইমরানুরকে দৌড়াতে হয়েছে এই প্রিলিমিনারি বাছাইয়ে। ১০০ মিটার স্প্রিন্টে এবার মোট ১০৬ জন প্রতিযোগী অংশ নেন। সেখানে টাইমিংয়ের দিক দিয়ে পিছিয়ে থাকা ৪৮ জনকে নিয়ে হয়েছে প্রিলিমিনারি রাউন্ড। ৬টি হিট অনুষ্ঠিত হয়েছে এখানে। প্রতি হিটের সেরা দুজন স্প্রিন্টার এবং টাইমিংয়ে এগিয়ে থাকা আরও ৪ জন অর্থাৎ সব মিলিয়ে ১৬ জন সুযোগ পেয়েছেন মূল হিটে। কিন্তু সেই হিটেই উঠতে ব্যর্থ হয়েছেন ইমরানুর। শুধু তাই নয়, ইমরানুর এত দিন অলিম্পিকের জন্য যে প্রস্তুতি নিয়েছেন তাতেও এই টাইমিং বেশ হতাশাজনকই বলতে হবে। অথচ গত বছর এশিয়ান ইনডোরে ৬০ মিটার স্প্রিন্টে সোনা জিতে সবাইকে চমকে দিয়েছিলেন ইমরানুর।

১০০ মিটারের প্রিলিমিনারি রাউন্ড পার হওয়ার পর পরের হিট থেকে সব মিলিয়ে ৭০ জন স্প্রিন্টার লড়বেন ২৪ জনের সেমিফাইনালে জায়গা করে নিতে।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত