ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে রাজনৈতিক পট পরিবর্তনের পর শূন্যতা পূরণে অন্তর্বর্তীকালীন যে সরকার দায়িত্ব নিল, সেখানে বৈষম্যবিরোধী আন্দোলনের দুই সমন্বয়ক নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিয়েছেন।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস। তার সঙ্গে এই সরকারের আরও ১৩ জন উপদেষ্টা হিসেবে শপথ নেন। বৃহস্পতিবার রাতে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছ থেকে শপথ নেন তারা। আরও তিন জনের উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার কথা রয়েছে।
বঙ্গভবনের দরবার হলে এই আয়োজনে প্রথমে ৯টা ২০ মিনিটে প্রধান উপদেষ্টা হিসেবে ড. মুহাম্মদ ইউনূসকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এরপর ৯টা ২৮ মিনিটে অন্য সদস্যরা শপথ নেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে গত জুলাইয়ের শুরুতে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে যে আন্দোলন শুরু হয়, অনেক হতাহতের ঘটনা ঘটায় তা আগস্টে এসে সরকার পতনের আন্দোলনে রূপ নেয়। ৫ আগস্ট পতন হয় শেখ হাসিনা সরকারের।
এই ছাত্র-জনতার অভ্যুত্থানে নেতৃত্ব দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাহিদ ও আসিফসহ অন্য সমন্বয়করা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ছাত্র নাহিদ ইসলাম ঢাকার বনশ্রীর ছেলে। আর ভাষাবিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ছাত্র আসিফ মাহমুদের বাড়ি কুমিল্লায়।
বৃহস্পতিবার রাতে শপথ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ।
তারা বলেন, সব পক্ষের সঙ্গে আলোচনার ভিত্তিতে, সবার সম্মিতিতে এই অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে। যেটি সারাদেশের মানুষের কাছে গ্রহণযোগ্য হবে বলে মনে করছি। কারণ, যিনি প্রধান উপদেষ্টা হয়েছেন তিনি পুরো পৃথিবীতে একজন সম্মানিত মানুষ।
নাহিদ ইসলাম বলেন, “এতদিন যারা গুম খুনের সঙ্গে জড়িত ছিল, তাদের বিচার করা ও রাষ্ট্র পুনর্গঠন এবং সংস্কারের কাজ করা হবে এই সরকারের প্রথম কাজ।”
আসিফ মাহমুদ বলেন, “নতুন বাংলাদেশ তৈরি করাই আমাদের লক্ষ্য। আমাদের প্রধান লক্ষ্য সুষ্ঠু গণতান্ত্রিক নির্বাচন। তবে এর আগে অন্যান্য রাষ্ট্রীয় কাঠামোর সংস্কার প্রয়োজন।”
অভিজ্ঞাতা কম নিয়ে প্রশ্নে তিনি বলেন, “কর্মস্পৃহা রয়েছে আমাদের। সরকার পতন ঘটাতে যা গত ১৭ বছরে কেউ পারেনি, সেটা আমরা করেছি। আশা করছি, আমরা আমাদের যোগ্যতা প্রমাণ করতে পারব।”
“অভিজ্ঞতার সঙ্গে তারুণ্যের সংমিশ্রণ রয়েছে, আমরা আশা করি একটি সুন্দর বাংলাদেশ আমরা গড়ে তুলব” বলেন নাহিদ।
আর আসিফ বলেন, “ফ্যাসিস্ট হাসিনা অনেক মানুষকে হত্যা করেছেন, তাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করব।”