যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হওয়ায় রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
রাশিয়ার কৃষ্ণ সাগরীয় বিনোদনকেন্দ্র সোচিতে এক আলোচনা অনুষ্ঠানে তিনি ট্রাম্পকে অভিনন্দন জানানোর পাশাপাশি ইউক্রেন যুদ্ধ নিয়েও কথা বলেন।
রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, নির্বাচনী প্রচারের সময় হত্যাচেষ্টা থেকে বেঁচে যাওয়ার পর যে সাহসিকতার পরিচয় দিয়েছেন তার জন্য ট্রাম্পের প্রশংসা করেন পুতিন। বলেন, “আমার মতে, তিনি খুব সঠিকভাবে, সাহসিকতার সঙ্গে, একজন প্রকৃত মানুষের মতো আচরণ করেছেন।”
একইসঙ্গে নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে আলোচনার জন্য মস্কো প্রস্তুত রয়েছে বলেও জানান রুশ প্রেসিডেন্ট।
নির্বাচনী প্রচারের সময় ট্রাম্প ইউক্রেন সম্পর্কে যা বলেছেন বা রাশিয়ার সঙ্গে সম্পর্ক নিয়ে যেসব কথা বলেছেন সে বিষয়েও মন্তব্য করেন পুতিন।
তিনি বলেন, “রাশিয়ার সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপনের আকাঙ্ক্ষা, ইউক্রেন সংকটের অবসান ঘটানোর বিষয়ে যা বলা হয়েছে, আমার মতে এটি অন্তত মনোযোগ পাওয়ার মতো।”
নির্বাচনী প্রচারে সময় ট্রাম্প বলেছিলেন, তিনি নির্বাচিত হলে ২৪ ঘণ্টার মধ্যে ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠা করতে পারবেন। তবে তিনি কীভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বড় স্থল যুদ্ধটির অবসান ঘটাতে চান তার বিস্তারিত বিবরণ দেননি।
এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে ৭২ বছর বয়সী রুশ প্রেসিডেন্ট অবশ্য বেশি কিছু বলেননি। শুধু বলেন, “আমি জানি না এখন কী হতে যাচ্ছে। আমার কোনও ধারণা নেই।”
ডোনাল্ড ট্রাম্প আলোচনার প্রস্তাব দিলে কী করবেন– এমন প্রশ্নের জবাবে পুতিন বলেন, যদি ট্রাম্প প্রশাসন যোগাযোগ পুনরায় শুরু করতে চায় তবে তিনি প্রস্তুত এবং ট্রাম্পের সঙ্গে আলোচনার জন্যও তিনি প্রস্তুত।
রাশিয়া এবং ট্রাম্প বারবার কিছু পশ্চিমা সংবাদমাধ্যমে প্রকাশিত অভিযোগকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছেন, যেখানে বলা হয়েছে– ট্রাম্প রাশিয়ার দ্বারা প্রভাবিত। রাশিয়ান কর্মকর্তারা উল্টো দাবি করছেন, ট্রাম্প তার প্রথম মেয়াদে ২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকাকালে রাশিয়ার ওপর বরং কঠোর ছিলেন।