আইসি এইট ওয়ান ফোর: দ্য কান্দাহার হাইজ্যাক
নেটফ্লিক্সে দেখা যাচ্ছে অনুভব সিনহা পরিচালিত ক্রাইম-থ্রিলার ‘আইসি এইট ওয়ান ফোর: দ্য কান্দাহার হাইজ্যাক’ সিরিজটি। ১৯৯৯ সালের ২৪ ডিসেম্বর ইন্ডিয়ান এয়ারলাইনসের ফ্লাইট ৮১৪ এক ছিনতাইকারীর কবলে পড়ে। ১৮৮ জন যাত্রী নিয়ে বিমানটি সাত দিন ছিল জিম্মিদশায়।
পরে বিভিন্ন জায়গা ঘুরে বিমানটি নেওয়া হয় আফগানিস্তানের কান্দাহারে। সেই সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই সিরিজে অভিনয় করেছেন বিজয় ভার্মা, নাসিরউদ্দিন শাহ, পঙ্কজ কাপুর, দিয়া মির্জা, পূজা গোর, পত্রলেখা এবং আরও অনেকে।
মুর্শিদ
শ্রাবণ তিওয়ারি পরিচালিত ‘মুর্শিদ’ ওয়েব সিরিজটি নব্বই দশকের এক গ্যাংস্টারের উপর ভিত্তি করে তৈরি হয়েছে।
সিরিজে মুর্শিদ পাঠান তার বড় ছেলেকে হারানোর পর আন্ডারওয়ার্ল্ড ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। কিন্তু এক সময় তার ছোট ছেলে আন্ডারওয়ার্ল্ডের শক্তিশালী ডনে পরিণত হয়।
ছেলেকে সেই পথ থেকে ফিরিয়ে আনতে বাধ্য হয়ে মুর্শিদকে ফের আন্ডারওয়ার্ল্ডে ফিরতে হয়। এতে মুর্শিদের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠে তার ছেলে।
জি ফাইভে স্ট্রিমিং হওয়া এই সিরিজে মুর্শিদ পাঠানের ভূমিকায় অভিনয় করেছেন কে কে মেনন।
দ্য ফল গাই
হলিউডের নির্মাতা ডেভিড লিচ পরিচালিত ‘দ্য ফল গাই’ সিনেমাটি বড় পর্দার পর এবার ছোট পর্দায় মুক্তি পেতে যাচ্ছে। জিও সিনেমা প্রিমিয়ামে মঙ্গলবার থেকে এটি স্ট্রিমিং করা হবে। মে মাসে মুক্তি পাওয়া সিনেমাটি এখন পর্যন্ত বক্স অফিস থেকে আয় করেছে ১৭৮.১ মিলিয়ন মার্কিন ডলার।
আশির দশকের অ্যাকশন-অ্যাডভেঞ্চারভিত্তিক টিভি সিরিজ ‘দ্য ফল গাই’ থেকেই সিনেমাটি নির্মাণ করা হয়েছে। সিনেমায় পরিচাল্ক চরিত্রে অভিনয় করেছেন এমিলি ব্লান্ট। রায়ান গসলিং স্ট্যান্টম্যান সিভার্সের চরিত্রে অভিনয় করছেন। এ ছাড়া আরও অভিনয় করেছেন হ্যানা ওয়াডিংহাম, অ্যারন টেলর-জনসন, স্টেফানি স্যু ও উইনস্টন ডিউক।
কল মি বে
বলিউড অভিনেত্রী অনন্যা পান্ডে। রুপালি পর্দায় তার ব্যস্ততা কোনো অংশে কম নয়। বি-টাউনের বাঘা বাঘা অভিনেত্রীর সঙ্গে পাল্লা দিয়ে তিনি কাজ করছেন নিয়মিত। এবার এ নায়িকাকে দেখা যাবে ওটিটি প্ল্যাটফর্মে। ওয়েব সিরিজের দুনিয়ায় পা রাখছেন অনন্যা পান্ডে। সিরিজের নাম ‘কল মি বে’। এতে শুধু অভিনয়ই করেননি তিনি, তাকে দেখা যাবে সহকারী পরিচালক হিসবেও। এ ছাড়া ভারতীয় সংবাদমাধ্যম বলছে, সিরিজটির প্রযোজনার সঙ্গেও জড়িত আছেন অনন্যা।
সিরিজটি মুক্তি পাবে সেপ্টেম্বরের ৬ তারিখ, অ্যামাজন প্রাইম ভিডিওতে। এটি নির্মাণ করেছেন কলিন ডি’ কুনহা। এতে অনন্যা ছাড়াও আরও অভিনয় করেছেন বীর দাস, মুসকান জেফরি, বরুণ সুদের মতো তারকা।
দ্য ডেলিভারেন্স
হরর থ্রিলার সিনেমা ‘দ্য ডেলিভারেন্স’ পরিচালনা করেছেন লি ড্যানিয়েলস। এ সিনেমার গল্পে দেখা যাবে একজন নারী তার সন্তানদের নিয়ে একটি নতুন বাড়িতে উঠেছেন। সেখানে এক অশুভ আত্মা নানা ধরনের ঘটনা ঘটিয়ে তাদের জীবনকে দুর্বিষহ করে তোলে।
সিরিজটি শুক্রবার থেকে নেটফ্লিক্সে দেখা যাচ্ছে। অভিনয় করেছেন রব মরগান, কালেব ম্যাকলাফলিন, অঞ্জানু এলিস-টেলর, তাশা স্মিথ, ওমর এপস, মোনিক এবং গ্লেন ক্লোজ।
এমিলি ইন প্যারিস সিজন ফোর (পার্ট টু)
নেটফ্লিক্সের অন্যতম জনপ্রিয় ওয়েব সিরিজ এমিলি ইন প্যারিসের সিজন ফোর-এর দ্বিতীয় কিস্তি মুক্তি পেতে যাচ্ছে সেপ্টেম্বরের ১২ তারিখ। এর আগে প্রথম কিস্তি মুক্তি পায় আগস্টের ১৫ তারিখ।
এবারই প্রথম এই সিরিজের চতুর্থ সিজন দুই ভাগে মুক্তি দেওয়া দেওয়া। এ সিরিজের প্রথম পর্ব মুক্তি পায় ২০২০ সালে। ড্যারেন স্টারে পরিচালনায় সিরিজটি শুরু থেকেই দর্শক চাহিদায় ছিল। প্রথম থেকেই এ সিরিজে অভিনয় করছেন লিলি কলিন্স, অ্যাশলে পার্ক, লুকাস ব্রাভো ও ব্রুনো গৌরীর মতো তারকা।