প্রতিবছরের মতো এবারও দেশের ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে জাতীয় ঈদগাহ ময়দানে।
সোমবার সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে এই জামাত। যার মূল ইমামের দায়িত্বে থাকবেন জাতীয় মসজিদের খতিব মুফতি রুহুল আমিন।
সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে অনুষ্ঠিত এই জামাতে অংশ নেবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ছাড়াও অংশ নেবেন বিচারপতি, মন্ত্রিসভার সদস্য, বাংলাদেশে দায়িত্বরত কূটনীতিকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিরা।
ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, আবহাওয়া প্রতিকূল হলে ঈদের প্রধান জামাত জাতীয় ঈদগাহ থেকে পরিবর্তিত হয়ে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সকাল ৯টার জামাতের সঙ্গে একীভূত হবে।
এরই মধ্যে ঈদ জামাত আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। জাতীয় ঈদগাহ ছাড়াও জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ ঢাকার ১৮৪টি ঈদগাহ ও প্রায় দেড় হাজার মসজিদে ঈদের নামাজ আদায় করবেন মুসল্লিরা। এ তথ্য জানিয়েছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন।
জাতীয় ঈদগাহের প্রধান জামাতে একসঙ্গে প্রায় ৩৫ হাজার মানুষ ঈদের নামাজ আদায় করতে পারবেন। এ ছাড়া অনেকে মূল প্যান্ডেলের বাইরেও জামাতে অংশ নেন। নারীদের জন্যও এখানে রাখা হয়েছে আলাদা নামাজের ব্যবস্থা।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে, জাতীয় ঈদগাহে জামাতে লাইটার, দেশলাই বা অন্য কোনও ধরনের দাহ্য পদার্থ বহন করা যাবে না।
এছাড়া জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পবিত্র ঈদুল আজহার নামাজের জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। এ জামাতে অংশ নেবেন জাতীয় সংসদের চিফ হুইপ, হুইপ, মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য ও সংসদ সচিবালয়ের কর্মচারীরাসহ এলাকার মুসল্লিরা।
ধানমণ্ডি আবাসিক এলাকায় ঈদুল আজহার প্রথম জামাত সকাল সাড়ে ৭টায় ৩ নম্বর রোডের এনায়েত মসজিদে অনুষ্ঠিত হবে। গুলশান সেন্ট্রাল মসজিদ অ্যান্ড ঈদগাহে ঈদের নামাজের তিনটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল ৬টায়, দ্বিতীয় জামাত সকাল সাড়ে ৭টায় এবং তৃতীয় জামাত ৯টায় অনুষ্ঠিত হবে।
মিরপুর–১২–এর হারুন মোল্লাহ ঈদগাহ, পার্ক ও খেলার মাঠে সকাল ৭টায় নামাজ অনুষ্ঠিত হবে। বসুন্ধরা আবাসিক এলাকায় ঈদুল আজহার মোট ছয়টি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল ৭টায় মারকাজুল ফিকরিল ইসলামিতে (বসুন্ধরা কমপ্লেক্স) অনুষ্ঠিত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে সকাল ৮টা ও ৯টায় দুটি জামাত অনুষ্ঠিত হবে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল মসজিদে সকাল ৮টায়, ড. মুহম্মদ শহীদুল্লাহ হলে সকাল ৮টায় এবং ফজলুল হক মুসলিম হলের পূর্ব পাশের খেলার মাঠে সকাল ৮টায় জামাত হবে।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) খেলার মাঠে সকাল ৭টায় অনুষ্ঠিত হবে ঈদের জামাত। এ ছাড়া সকাল ৮টায় আজিমপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় আবাসিক এলাকার বায়তুন নূর জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। সকাল ৮টায় ঈদের নামাজ হবে মগবাজারের বিটিসিএল (সাবেক টিঅ্যান্ডটি) কলোনির জামে মসজিদে।
এদিকে, ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে মিরপুর গোলারটেক মাঠে। ঈদের প্রধান জামাত শুরু হবে সকাল ৭টায়। এলাকাবাসীর সঙ্গে ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম, ডিএনসিসির কাউন্সিলর ও কর্মকর্তারা এই জামাতে অংশগ্রহণ করবেন।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের উদ্যোগে প্রতিটি ওয়ার্ডে পাঁচটি করে ঈদের জামাত আয়োজন করা হয়েছে। কাউন্সিলরদের তত্ত্বাবধানে ৫৪টি ওয়ার্ডে মোট ২৭০টি ঈদের জামাত আয়োজন করা হচ্ছে ডিএনসিসির উদ্যোগে। এর মধ্যে প্রথমবারের মতো মিরপুর গোলারটেক মাঠে ডিএনসিসির ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। যেখানে অংশ নেন মেয়র আতিকুল ইসলাম।