Beta
বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
Beta
বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪

বাকি ৩ উপদেষ্টার শপথ কবে

বাম থেকে-সুপ্রদীপ চাকমা, বিধান রঞ্জন রায় পোদ্দার ও ফারুক-ই-আযম
বাম থেকে-সুপ্রদীপ চাকমা, বিধান রঞ্জন রায় পোদ্দার ও ফারুক-ই-আযম
Picture of সকাল সন্ধ্যা প্রতিবেদন

সকাল সন্ধ্যা প্রতিবেদন

দায়িত্ব নিয়ে কাজ শুরু করেছে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। এরই মধ্যে উপদেষ্টাদের মধ্যে মন্ত্রণালয় বণ্টন হয়েছে।

বৃহস্পতিবার রাতে বঙ্গভবনে শপথ নেন প্রধান উপদেষ্টাসহ ১৪ জন। বাকি তিন উপদেষ্টা ঢাকায় ও বাংলাদেশে না থাকায় সবার সঙ্গে শপথ নিতে পারেননি।

এরা হলেন বীর মুক্তিযোদ্ধা ফারুক-ই-আযম, ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার ও সুপ্রদীপ চাকমা। যার মধ্যে প্রথমজন দেশের বাইরে রয়েছেন। বাকি দুজন ছিলেন ঢাকার বাইরে।

এরই মধ্যে গুঞ্জন ওঠে, অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হতে রাজি নন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।

বিষয়টি সম্পর্কে জানতে সকাল সন্ধ্যার কথা হয় এই চিকিৎসকের সঙ্গে।

তিনি জানান, ময়মনসিংহে অবস্থানের কারণে শপথ অনুষ্ঠানে অংশ নিতে যেতে পারেননি। তবে এরই মধ্যে মন্ত্রিপরিষদ সচিবের সঙ্গে কথা হয়েছে বলেও জানান।

সচিবের বরাত দিয়ে ডা. বিধান বলেন, বাকি তিন উপদেষ্টার শপথ একই সময়ে হবে। শপথের সময় ও তারিখ শনিবার জানিয়ে দেওয়া হবে।

শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে নতুন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের শপথ নেওয়ার পরদিন ১৩ জনের মধ্যে দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক পরিচালক, ফারুক-ই-আযম বীরপ্রতীক মুক্তিযুদ্ধের সময় নৌকমান্ডো বাহিনীতে ছিলেন এবং সুপ্রদীপ চাকমা পররাষ্ট্র ক্যাডারের অবসরপ্রাপ্ত কর্মকর্তা।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত