Beta
শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪
Beta
শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪

২৭ বছর বয়সী প্রেস সেক্রেটারি পাচ্ছে হোয়াইট হাউস

যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যের সেন্ট অ্যানসেলম কলেজ থেকে যোগাযোগ ও রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক করেন ক্যারোলিন লেভিট।
যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যের সেন্ট অ্যানসেলম কলেজ থেকে যোগাযোগ ও রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক করেন ক্যারোলিন লেভিট।
[publishpress_authors_box]

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি হিসেবে ফক্স নিউজের সাবেক শিক্ষানবীশ ২৭ বছর বয়সী ক্যারোলিন লেভিটের নাম ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এর মধ্য দিয়ে লেভিট হতে যাচ্ছেন হোয়াইট হাউসের ইতিহাসে সর্বকনিষ্ঠ প্রেস সেক্রেটারি।

ক্যারোলিন লেভিটকে নিজের নতুন প্রশাসনে স্থান দিয়ে ট্রাম্প এক বিবৃবিতে বলেছেন, “ক্যারোলিন করিতকর্মা ও বলিষ্ঠ। অত্যন্ত কার্যকর যোগাযোগকারী হিসেবে তিনি নিজেকে প্রমাণ করেছেন।

“আমার পরবর্তী প্রশাসনে ক্যারোলিন নিজেকে দক্ষতার সঙ্গে উপস্থাপন করবে বলে আমি মনে করি।”

বিবিসি জানিয়েছে, ক্যারোলিনের বাড়ি যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যে। সেখানে সেন্ট অ্যানসেলম কলেজ নামে একটি ক্যাথলিক প্রতিষ্ঠানে যোগাযোগ ও রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশোনা করেন তিনি।     

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম পলিটিকোকে ২০২০ সালে ক্যারোলিন বলেন, স্কুলে পড়ার সময় ফক্স নিউজে শিক্ষানবীশ হিসেবে কাজ করেন তিনি। ট্রাম্পের আগের আমলে হোয়াইট হাউসের প্রেস অফিসেও শিক্ষানবীশ ছিলেন তিনি।

এই ‍দুই অভিজ্ঞতা তাকে প্রেস জগতের স্বাদ প্রথমবারের মতো পেতে সহায়তা করে এবং প্রেস সংশ্লিষ্ট কাজে ক্যারিয়ার গড়ে তুলতে অনুপ্রাণিত করে।

ফক্স নিউজের কার্যালয়ে ক্যারোলিন লেভিট।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, ২০১৯ সালে সেন্ট অ্যানসেলম কলেজ থেকে যোগাযোগ ও রাষ্ট্রবিজ্ঞান নিয়ে স্নাতক করার পর হোয়াইট হাউসে প্রেসিডেন্সিয়াল রাইটার হিসেবে কাজ করেন ক্যারোলিন। পরে তাকে সেখানকার সহকারী প্রেস সেক্রেটারি হিসেবে নিয়োগ দেওয়া হয়।

সেই অভিজ্ঞতা সম্পর্কে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির দায়িত্ব নিতে যাওয়া ক্যারোলিন তার ওয়েবসাইটে বলেন, “ব্রিফিংয়ের পাশাপাশি পক্ষপাতদুষ্ট মূলধারার সংবাদমাধ্যমের বিরুদ্ধে লড়াইয়ে হোয়াইট হাউসের তৎকালীন প্রেস সেক্রেটারি কেলি ম্যাকেনানিকে সহযোগিতা করতাম আমি।”     

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত