Beta
শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
Beta
শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫

কারা ডাক্তার বিবেচিত হবেন জানাল বিএমডিসি

doctor
[publishpress_authors_box]

কারা ডাক্তার হিসেবে বিবেচিত হবেন, নতুন করে তা জানাল বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)। তারা বলছে, ন্যূনতম এমবিবিএস ও বিডিএস ডিগ্রি ছাড়া কেউ ডাক্তার হিসেবে বিবেচিত নন।

রাষ্ট্রক্ষমতার পট পরিবর্তনের পর নতুন করে বিষয়টি আলোচনায় আসায় মঙ্গলবার বিএমডিসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়ে স্পষ্ট ধারণা দেয়।

বিএমডিসির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ডা. মো. লিয়াকত হোসেনের সই করা বিজ্ঞপ্তিতে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল আইন-২০১০ এর ধারা ১৫, ২৮, ২৯ উল্লেখ করে বলা হয়েছে, বিএমডিসির কোনও কর্মকর্তা এই আইন পরিবর্তন বা পরিমার্জন করার ক্ষমতা রাখে না।

কেবল জাতীয় সংসদ এই আইন পরিবর্তন বা পরিমার্জন করতে পারবে।

এর আগে ২০২১ সালে এমবিবিএস, বিডিএস ডিগ্রিধারী ছাড়া অন্য কেউ ডাক্তার পদবি ব্যবহার করতে পারবেন না বলে হাইকোর্ট রায় দিয়েছিল।

রায়ে সেসময় বলা হয়, হোমিওপ্যাথি, ইউনানি ও আয়ুর্বেদিক কর্মকর্তাদের নামের আগে ডাক্তার পদবি সংযোজনের অনুমতি দেওয়া বেআইনি।

রায়ে আরও বলা হয়, ২০১০ সালে বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইনের ২৯ ধারায় বিএমডিসির নিবন্ধনভুক্ত মেডিকেল বা ডেন্টাল ইনস্টিটিউট থেকে এমবিবিএস বা বিডিএস ডিগ্রিধারী ছাড়া অন্য কেউ তাদের নামের আগে ডাক্তার পদবি ব্যবহার না করার কথা বলা হয়েছে।  

“কিন্তু দুঃখজনকভাবে লক্ষণীয় যে, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের ২০১৪ সালের ৩ সেপ্টেম্বরের সংশোধিত বিজ্ঞপ্তিতে ‘অল্টারনেটিভ মেডিকেল কেয়ার’ শীর্ষক অপারেশনাল প্ল্যানের বিভিন্ন পদে কর্মরত হোমিওপ্যাথি, ইউনানি ও আয়ুর্বেদিক কর্মকর্তাদের নিজ নিজ নামের আগে ডাক্তার পদবি সংযোজনের অনুমতি দিয়েছে, যা এককথায় বেআইনি।”

এ ছাড়া বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ড থেকে ২০২০ সালের ৬ ফেব্রুয়ারি জারি করা বিজ্ঞপ্তিতে বিভিন্ন শাখায় হোমিওপ্যাথিক চিকিৎসকদের তাদের নামের আগে পদবি হিসেবে ডাক্তার ব্যবহারের অনুমতি দেওয়াও বেআইনি, বলা হয় হাইকোর্টের রায়ে।

রায়ের পর্যবেক্ষণে বলা হয়েছিল, বিকল্প ধারার চিকিৎসাপদ্ধতির পেশাধারীরা নামের আগে ইন্টিগ্রেটেড ফিজিশিয়ান, কমপ্লিমেন্টারি ফিজিশিয়ান, ইন্টিগ্রেটেড মেডিসিন প্র্যাকটিশনার ও কমপ্লিমেন্টারি মেডিসিন প্র্যাকটিশনার পদবি ব্যবহার করতে পারেন।

ভারতেও বিকল্প ধারার চিকিৎসকরা ডাক্তার পদবি লিখতে পারেন না।

কী বলা আছে ধারা তিনটিতে

এমবিবিএস ও বিডিএস ডিগ্রিধারী ছাড়া আর কেউ ডাক্তার বিবেচিত হবেন না বলে মঙ্গলবার যে বিজ্ঞপ্তি দিয়েছে বিএমডিসি, তাতে তাদের ২০১০ সালের আইনটির তিনটি ধারা উল্লেখ করা হয়।

ধারা-১৫ এ বলা আছে, নিবন্ধনযোগ্য মেডিকেল চিকিৎসা ডিপ্লোমার ক্ষেত্রে বাংলাদেশে অবস্থিত বা বাংলাদেশের বাইরে অবস্থিত কোনও মেডিকেল প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত ৩ বছরের কম নয় এমন সময়ব্যাপী, মেডিকেল চিকিৎসা-প্রশিক্ষণ সমাপ্তির পর ওই মেডিকেল চিকিৎসা ডিপ্লোমাধারী মেডিকেল সহকারীরা এই আইনের অধীন কাউন্সিল কর্তৃক নিবন্ধিত হওয়ার যোগ্য হবেন।

ধারা-২৮ বলছে, প্রতারণামূলক প্রতিনিধিত্ব বা নিবন্ধনের দণ্ডের ক্ষেত্রে যদি কোনও ব্যক্তি প্রতারণার আশ্রয় নিয়ে ইচ্ছাকৃতভাবে নিজেকে একজন স্বীকৃত মেডিকেল চিকিৎসক বা স্বীকৃত ডেন্টাল চিকিৎসক হিসেবে এই আইনের অধীনে নিবন্ধন বা নিবন্ধন করার উদ্যোগ গ্রহণ বা মিথ্যা, প্রতারণামূলক প্রতিনিধিত্ব প্রকাশ করার চেষ্টা করেন বা মৌখিক বা লিখিতভাবে উক্তরূপ ঘোষণা করেন, তাহলে ওই ব্যক্তির অনুরূপ কার্য হবে একটি অপরাধ। এজন্য তিনি ৩ বছর কারাদণ্ড বা ১ লাখ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন।

ধারা-২৯ এ বলা হয়েছে, ভুয়া পদবি ইত্যাদি ব্যবহার নিষিদ্ধের ক্ষেত্রে এই আইনের অধীন নিবন্ধনকৃত কোনও মেডিকেল চিকিৎসক বা ডেন্টাল চিকিৎসক এমন কোনও নাম, পদবি, বিবরণ বা প্রতীক ব্যবহার বা প্রকাশ করবেন না, যার ফলে তার কোনও অতিরিক্ত পেশাগত যোগ্যতা আছে মর্মে কেউ মনে করতে পারে, যদি না তা কোনও স্বীকৃত মেডিকেল চিকিৎসা-শিক্ষা যোগ্যতা বা স্বীকৃত ডেন্টাল চিকিৎসা-শিক্ষা যোগ্যতা হয়ে থাকে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত