Beta
রবিবার, ১৬ মার্চ, ২০২৫
Beta
রবিবার, ১৬ মার্চ, ২০২৫

বিপিএল সেরা মিরাজ, ব্যাটে-বলে এগিয়ে কারা

বিপিএলের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন মেহেদী হাসান মিরাজ।
বিপিএলের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন মেহেদী হাসান মিরাজ।
[publishpress_authors_box]

টানা দ্বিতীয়বার বিপিএল চ্যাম্পিয়ন হল ফরচুন বরিশাল। ফাইনালে তারা ৩ উইকেটে হারিয়েছে চিটাগং কিংসকে। তারা পেয়েছে আড়াই কোটি টাকার অর্থ পুরস্কার।

বরিশালের লঞ্চটা ডুবতে না দেওয়ার অন্যতম নায়ক তামিম ইকবাল। ২৯ বলে ৫৪ করে ফাইনাল সেরার পুরস্কারটা জিতেছেন তিনি।

সবচেয়ে বেশি রান নাঈমের উইকেট তাসকিনের।

ব্যাটে-বলে আলো ছড়িয়ে বিপিএল সেরা হয়েছেন মেহেদী হাসান মিরাজ। ১৪ ইনিংসে খুলনা অধিনায়কের রান ৩৫৫ আর বোলিংয়ে নিয়েছেন ১৩ উইকেট। মিরাজ পেয়েছেন ১০ লাখ টাকা।

১২ ইনিংসে এক সেঞ্চুরির সঙ্গে চার ফিফটিতে ৪৮৫ রান করে ইমার্জিং প্লেয়ার অব দা টুর্নামেন্ট হয়েছেন তানজিদ হাসান তামিম। এক সেঞ্চুরির সঙ্গে তিন ফিফটিতে সবচেয়ে বেশি ৫১১ রান মোহাম্মদ নাঈমের। আর বল হাতে সবচেয়ে বেশি ২৫ উইকেট তাসকিন আহমেদের।

কার কোন পুরস্কার

 বিভাগপুরস্কারের টাকা
চ্যাম্পিয়ন : ফরচুন বরিশাল২ কোটি ৫০ লাখ টাকা
রানার্সআপ : চিটাগং কিংস১ কোটি ৫০ লাখ টাকা
তৃতীয় দল : খুলনা টাইগার্স৬০ লাখ টাকা
চতুর্থ দল : রংপুর রাইডার্স৪০ লাখ টাকা
টুর্নামেন্ট-সেরা : মেহেদী হাসান মিরাজ১০ লাখ টাকা
ফাইনাল-সেরা : তামিম ইকবাল৫ লাখ টাকা
সর্বোচ্চ রান : নাঈম শেখ (৫১১)৫ লাখ টাকা
সর্বোচ্চ উইকেট : তাসকিন আহমেদ (২৫)৫ লাখ টাকা
উদীয়মান ক্রিকেটার : তানজিদ হাসান (৪৮৫ রান)৩ লাখ টাকা
সেরা ফিল্ডার : মুশফিকুর রহিম (১২ ক্যাচ, ২ স্টাম্পিং)৩ লাখ টাকা

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত