Beta
বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
Beta
বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫

শেখ হাসিনার দোসররা কেন গুরুত্বপূর্ণ পদে, সরকারকে রিজভীর প্রশ্ন

ডেঙ্গু প্রতিরোধে জুরাইনে আয়োজিত অনুষ্ঠানে কথা বলছেন রুহুল কবির রিজভী। ছবি : সকাল সন্ধ্যা
ডেঙ্গু প্রতিরোধে জুরাইনে আয়োজিত অনুষ্ঠানে কথা বলছেন রুহুল কবির রিজভী। ছবি : সকাল সন্ধ্যা
[publishpress_authors_box]

তীব্র ছাত্র-গণআন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকার পতনের পরও দেশের গুরুত্বপূর্ণ সব পদে শেখ হাসিনার সহযোগীরা দায়িত্ব পালন করছেন বলে অভিযোগ করেছেন রুহুল কবির রিজভী। এ বিষয়ে সরকারের প্রতি প্রশ্নও রেখেছেন তিনি।  

অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে বিএনপির এই জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, “আপনারা যদি হাসিনার দোসরদেরকে মেইন মেইন জায়গায় বসান তাহলে নাশকতা তো হবেই। ঘুরে ফিরে দেখছি দুটো শক্তিকে স্বরাষ্ট্র বা শিক্ষা মন্ত্রণালয়ে বসানো হচ্ছে।

“একটা স্বাধীনতা বিক্রি করার শক্তি আর একটা স্বাধীনতার বিরুদ্ধের শক্তি। এদের বসানোর কারণেই যারা স্বাধীনতার পক্ষে কাজ করে তারা ঠিক মতো কাজ করতে পারছে না। যার কারণে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বাড়ছে।”

শনিবার ঢাকার জুরাইনে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছে বিএনপি। সেখানেই আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেণ রুহুল কবির রিজভী।

প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

রিজভী বলেন, “নির্বাচন হলে নির্বাচিত সরকারের জনগণের কাছে দায়বদ্ধতা থাকবে। একজন এমপিকে কিছু না কিছু ভালো কাজ করতে হয়। শেখ হাসিনার এমপি নয়, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণ যাকে পছন্দ করে নির্বাচিত করবে সেই এমপি।”

সুষ্ঠু নির্বাচনের জন্য বিএনপি ১৬ বছর যুদ্ধ করেছে জানিয়ে তিনি বলেন, “যে দলই ক্ষমতায় আসুক না কেন, আমরা চাই জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দেওয়া হোক।”

এসময় এডিস মশা নিয়ন্ত্রণ করতে না পারায় সাবেক আওয়ামী লীগ সরকারের সমালোচনা করেন রিজভী। জুরাইনের পরিস্থিতি বর্ণনা করে তিনি বলেন, “এই এলাকায় অনেক জলাবদ্ধতা রয়েছে। শেখ হাসিনার উদ্দেশ্য জনসেবা ছিল না, তার উদ্দেশ্য ছিল জনগণের টাকা মারা আর বিদেশে পাচার করা।”

এসময় কারওয়ান বাজারে চাঁদাবাজির কারণে জিনিসপত্রের দাম বেড়ে যাওয়াসহ বিভিন্ন প্রসঙ্গে কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির বাণিজ্য বিষয়ক সম্পাদক সালাহ উদ্দিন আহমেদ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম ও সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. পারভেজ রেজা কাকনসহ অন্যরা।

দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ইশরাক হোসেন প্রধান বক্তা হিসেবে কথা বলেন, সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি তানভীর আহমেদ রবিন।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত