ইসরায়েলে প্রবেশে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের ওপর নিষেধাজ্ঞা দিল তেল আবিব। বুধবার ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ নিষেধাজ্ঞার বিষয়টি নিশ্চিত করেন।
কারণ হিসেবে তিনি জানান, মঙ্গলবার ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ‘দ্ব্যর্থহীনভাবে নিন্দা’ জানাতে ব্যর্থ হয়েছেন গুতেরেস। এ কারণে ইসরায়েলে তাকে ‘পার্সোনা নন গ্রাটা’ ঘোষণা করা হয়েছে এবং ইসরায়েলে তার প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
কাটজ জাতিসংঘ মহাসচিবকে ‘ইসরায়েল বিরোধী’ আখ্যা দিয়ে তার বিরুদ্ধে ‘সন্ত্রাসী, ধর্ষক ও খুনিদের সমর্থন দেওয়ার’ অভিযোগ এনেছেন। তিনি অবশ্য গাজা যুদ্ধের শুরু থেকেই গুতেরেসকে ইসরায়েল বিরোধী বলে আসছিলেন।
গুতেরেস মঙ্গলবার ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর সোশাল মিডিয়া এক্সে এক বিবৃতি দেন।
এতে তিনি ‘মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধির’ নিন্দা জানান। একই সঙ্গে তিনি যুদ্ধবিরতির আহ্বান জানালেও ইরানের হামলা প্রসঙ্গে কিছু বলেননি। গুতেরেস অবশ্য গত মঙ্গলবারই আরেক বিবৃতিতে লেবাননে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছিলেন।
মূলত এজন্যই গুতেরেসের ওপর ক্ষেপেছে ইসরায়েল।
ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ বলেন, “যে দ্ব্যর্থহীনভাবে ইসরায়েলের ওপর ইরানের জঘন্য হামলার নিন্দা করতে পারে না, যেমনটি বিশ্বের প্রায় সব দেশ করেছে, সে ইসরায়েলের মাটিতে পা রাখার যোগ্য নয়।
“আন্তোনিও গুতেরেসকে নিয়ে বা তাকে ছাড়াই ইসরায়েল তার নাগরিকদের রক্ষা করতে ও জাতীয় মর্যাদা বজায় রাখবে।”
মঙ্গলবার ইরানে ১৮০টি ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। গাজায় হামাসের ওপর হামলা ও লেবাননে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ নেতা শেখ হাসান নাসরুল্লাহর ওপর হামলার প্রতিবাদে এ হামলা করা হয়েছে বলে জানায় তেহরান। হামলায় ইসরায়েলের দুই নাগরিক আহত হওয়ার ছাড়া তেমন কোনও ক্ষয়ক্ষতি হয়নি।
তথ্যসূত্র : বিবিসি, রয়টার্স।