Beta
রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৫
Beta
রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৫

ঘুরতে নিয়ে গিয়ে স্ত্রীকে পুড়িয়ে হত্যা, স্বামী গ্রেপ্তার

স্ত্রীর শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে হত্যার অভিযোগে এই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব
স্ত্রীর শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে হত্যার অভিযোগে এই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব
[publishpress_authors_box]

বেড়াতে নিয়ে গিয়ে স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

গ্রেপ্তার ব্যক্তির নাম মিজানুর রহমান সুমন (২৮)। তিনি পেশায় একজন গাড়িচালক।

 মঙ্গলবার সন্ধ্যায় গাজীপুরের বাসন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে বুধবার জানিয়েছে র‌্যাব-১।

উত্তরায় প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে র‍্যাব-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোসতাক আহমেদ বলেন, সুমন দুটি বিয়ে করেছেন। প্রথম স্ত্রীর ঘরে একটি মেয়ে সন্তানও রয়েছে। তারা তুরাগের রানাভোলা এলাকায় বাস করে।

দুই বছর আগে গোপনে নিহত বিলকিস বেগমকে (২৬) বিয়ে করেন এবং রানাভোলা থেকে দুই কিলোমিটার দূরে নয়াপাড়ায় আলাদা বাসা ভাড়া নিয়ে সংসার শুরু করেন। কিন্তু একসঙ্গে দুটি সংসার চালাতে হিমশিম খাচ্ছিলেন তিনি। গত কয়েক মাস ধরে বিলকিসের আর্থিক চাহিদা পূরণও করতে পারছিলেন না।

নিহত বিলকিস বেগম
নিহত বিলকিস বেগম

সুমনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে র‌্যাব কর্মকর্তা জানান, এ অবস্থায় বিলকিসকে হত্যার পরিকল্পনা করেন সুমন। সেই অনুযায়ী গত রবিবার তাকে গাজীপুরের কালীগঞ্জ থানার পূর্বাচল ২৪ নম্বর সেক্টরে ঘুরতে নিয়ে যান। সেখানে নির্জন স্থানে গাড়ি থামিয়ে বিলকিসের শরীরে পেট্রোল ঢেলে আগুন দিয়ে পালিয়ে যান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, হত্যার উদ্দেশ্যে প্রায়ই বিলকিসকে নিয়ে ঘুরতে যেতেন সুমন। কিন্তু সুযোগ মিলছিল না। রবিবার সুযোগ পেয়ে স্ত্রীকে হত্যার জন্য শরীরে পেট্রোল ছিটিয়ে আগুন ধরিয়ে দেন।

সেদিন দগ্ধ বিলকিসের চিৎকারে আশপাশের লোকজন ছুটে গিয়ে তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে সেখান থেকে দ্রুত তাকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় পরের দিন সোমবার সকাল ৯টার দিকে বিলকিস মারা যান।

ঘটনার পর সুমন আত্মগোপনে চলে যান। পরে মিজানুরকে আইনের আওতায় আনতে র‌্যাব-১-এর একটি দল ছায়া তদন্ত শুরু করে এবং তাকে গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি বাড়ায়। এর ধারাবাহিকতায় মঙ্গলবার সন্ধ্যায় গাজীপুরের বাসন এলাকা থেকে সুমকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত