Beta
মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫
Beta
মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫

বার্সেলোনার ডাকে সাড়া দেবেন মেসি?

এভাবেই কেঁদে বার্সেলোনা ছেড়েছিলেন লিওনেল মেসি। ছবি: এক্স
এভাবেই কেঁদে বার্সেলোনা ছেড়েছিলেন লিওনেল মেসি। ছবি: এক্স
[publishpress_authors_box]

সেই সংবাদ সম্মেলনটা এখনও মন খারাপ করে দেয় অনেক বার্সেলোনা সমর্থকের। কান্নাভেজা চোখে যেদিন বার্সেলোনাকে বিদায় বলেছিলেন লিওনেল মেসি। এরপর তিন বছর কেটে গেছে। মেসি ফেরেননি ন্যু ক্যাম্পে। ২০২১ সালে কাতালান রাজধানী ছাড়ার পর অভিমান-কষ্ট যেকারণেই হোক ‘ঘরে’ ফেরেননি তিনি। এবার কি বার্সেলোনার ডাকে সাড়া দেবেন মেসি?

আগামী ২৯ নভেম্বর ‍বার্সেলোনা ক্লাবের ১২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। বিশেষ এই দিনে ক্লাবের সবচেয়ে বড় তারকা না থাকলে বড্ড বেমানান দেখাবে। বার্সেলোনাভিত্তিক সংবাদমাধ্যম রেডিও কাতালুনিয়ার খবর, ক্লাবের ১২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মেসিকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়েছে কাতালান ক্লাবটি।

২০২১ সালের জুনে শেষ হয় বার্সেলোনার সঙ্গে মেসির চুক্তি। তবে মেয়াদ শেষ হওয়ার আগে চুক্তি নবায়ন করা কথা শোনা গিয়েছিল। বার্সেলোনা কর্তৃপক্ষও নিশ্চিত করেছিল বিষয়টি। কিন্তু আর্থিক সমস্যা মেটাতে না পারায় একেবারে শেষমুহূ্র্তে ঘোষণা আসে বার্সেলোনা ছাড়ছেন মেসি।

মেসিকে সঙ্গী করে সবচেয়ে বেশি সাফল্য উদযাপন করেছেন বার্সেলোনা। ছবি: এক্স

আচমকা ঘোষণায় মন ভেঙে গিয়েছিল বার্সেলোনা সমর্থকদের। মেসির কান্না দেখে কেঁদেছিলেন তার কোটি ভক্ত। তখন থেকেই বার্সেলোনার সঙ্গে দূরত্ব তৈরি হয়। বার্সেলোনা বলতে বর্তমান বোর্ডের সঙ্গে। এবার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ওই বোর্ড থেকেই আমন্ত্রণ জানানো হয়েছে ইন্টার মায়ামি ফরোয়ার্ডকে।

বলার অপেক্ষা রাখে না বার্সেলোনার এই অনুষ্ঠান আয়োজনে মেসির উপস্থিতি সক্রিয় ভূমিকা পালন করবে। ৩৭ বছর বয়সী বিশ্বকাপজয়ী অধিনায়ক তারকাখচিত ইভেন্টের পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ অংশ। প্রতিষ্ঠাবার্ষিকীর জমকালো অনুষ্ঠানটি বার্সেলোনার গ্রান তেত্রে দেল লিসেউতে অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

মেসি যাবেন বার্সেলোনায়?

বার্সেলোনার ফুটবল ইতিহাসে গুরুত্বপূর্ণ চরিত্র মেসি। তার জাদুকরী পারফরম্যান্সে শিরোপার বৃষ্টি ঝরেছে কাতালান ক্লাবটিতে। মেসিও তারকা থেকে মহাতারকা হয়েছে এই ক্লাবের ছয়াতলে। বার্সেলোনার জার্সি গায়েই দাঁড়িয়েছেন সর্বকালের সেরাদের কাতারে। বার্সেলোনার এত বড় আয়োজনে মেসির না থাকাটাই হবে বড় অঘটন!

মেজর লিগ সকার মৌসুম শেষ হয়ে গেছে ইন্টার মায়ামির। রেগুলার মৌসুমে রেকর্ড পয়েন্ট নিয়ে শীর্ষে থাকলেও প্লে-অফের প্রথম রাউন্ড থেকে বিদায় নিয়েছে দলটি। ফলে ক্লাব ফুটবলে এ বছর আর কোনও খেলা নেই মেসির। আন্তর্জাতিক ফুটবলেও ২০২৪ সালে নেই আর্জেন্টিনার খেলা। ফলে এখন অবকাশে আছেন ৩৭ বছর বয়সী তারকা। বার্সেলোনার ডাকে সাড়া না দেওয়ার মতো কোনও কারণ আপাতত নেই তার।

তবে মেসি অনুষ্ঠানে থাকছেন কিনা, নিশ্চিত হতে পারেনি রেডিও কাতালুনিয়া। তিনি যদি ন্যু ক্যাম্পে না ফেরেন, তাহলে স্পষ্ট ‍হয়ে উঠবে বিদায়ের সেই কষ্ট এখনও ভুলতে পারেননি মেসি। বার্সেলোনা ছাড়ার পর মেসির ইঙ্গিত ছিল স্পষ্ট- তাকে রাখার জন্য চেষ্টা করেননি ক্লাব। কারণ থাকার জন্য সবকিছু করতে রাজি ছিলেন এই আর্জেন্টাইন।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত