বাংলাদেশের ওয়ানডে দলের অধিনায়ক হয়ে শ্রীলঙ্কা সফরে গিয়েছেন মেহেদী হাসান মিরাজ। পূর্ণকালীন নেতৃত্বের দায়িত্বে ৫০ ওভারের ক্রিকেটে নামার আগে টেস্ট সিরিজের লড়াইয়ে নামার কথা তার। কিন্তু গলের প্রথম টেস্টে কি খেলা হবে মিরাজের?
শ্রীলঙ্কায় পৌঁছে জ্বরে পড়েছেন ডানহাতি অলরাউন্ডার। মঙ্গলবার (১৭ জুন) গলে শুরু হচ্ছে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্ট। এই ম্যাচে মিরাজের খেলা নিয়ে সংশয় তৈরি হয়েছে। ম্যাচের আগের দিনের অনুশীলনেও তাকে দেখা যায়নি। প্রথম টেস্টে তাকে পাওয়া যাবে কিনা, পরিষ্কারভাবে জানাতে পারেননি অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
শ্রীলঙ্কা সিরিজ দিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্র শুরু করতে যাচ্ছে বাংলাদেশ। আগের চক্রে বাংলাদেশের সেরা পারফরমার ছিলেন মিরাজ। বোলার হিসেবে ক্যারিয়ার শুরু করা মিরাজ এখন ব্যাটিংয়েই আলো ছড়াচ্ছেন বেশি। আগের টেস্ট চ্যাম্পিয়নশিপে তার বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার কীর্তিটা সেটাই প্রমাণ দিচ্ছে।
বাংলাদেশের টেস্ট দলের গুরুত্বপূর্ণ এই খেলোয়াড়কে না পাওয়াটা হবে বড় ধাক্কার। আগের দিন প্রধান কোচ ফিল সিমন্স জানিয়েছিলেন, মিরাজের জন্য শেষ সময় পর্যন্ত অপেক্ষা করবেন তারা। সোমবার (১৬ জুন) অধিনায়ক শান্তও স্পষ্ট করে কিছু বলতে পারলেন না।
ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশের টেস্ট অধিনায়ক বলেছেন, “মিরাজের অবস্থা আগের চেয়ে ভালো। তবে এখনও পর্যবেক্ষণে আছে। আগের থেকে ভালো অবস্থায় আছে।”
সাম্প্রতিক সময়ে বাংলাদেশ টি-টোয়েন্টি খেলেছে। এই ফরম্যাটেও খুব বেশি খেলার সুযোগ পাননি মিরাজ। লাল বলের ক্রিকেটের আগে আবার অনুশীলনও করতে পারেনি তিনি। ম্যাচের আগের দিনও মিরাজকে পায়নি বাংলাদেশ দল। এই অবস্থায় পাঁচ দিনের ক্রিকেটে নেমে পড়াটা কঠিনই।