Beta
শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪
Beta
শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪

ব্র্যাডম্যানকে ছাড়িয়ে উইলিয়ামসন, প্রোটিয়াদের ৫ অভিষেক

৩০তম সেঞ্চুরি পাওয়া কেন উইলিয়াসনকে অভিনন্দন জানাচ্ছেন রাচিন রবীন্দ্র। পরে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পেয়েছেন তিনিও। ছবি : এক্স
৩০তম সেঞ্চুরি পাওয়া কেন উইলিয়াসনকে অভিনন্দন জানাচ্ছেন রাচিন রবীন্দ্র। পরে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পেয়েছেন তিনিও। ছবি : এক্স
Picture of ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

২০২৪ সালটা দারুণ এক সেঞ্চুরিতে শুরু করলেন কেন উইলিয়ামসন। মাউন্ট মঙ্গানুইয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে করলেন ক্যারিয়ারের ৩০তম সেঞ্চুরি। শেষ ৯ ইনিংসে এটা তার পঞ্চম সেঞ্চুরি। তিন অঙ্কে পা রাখা এই কিউই কিংবদন্তি ছাড়িয়ে গেলেন ডন ব্র্যাডম্যানেরও একটা রেকর্ড।

টেস্টে সর্বকালের সেরা ব্যাটার ব্র্যাডম্যানের সেঞ্চুরি ২৯টি। ৫২ ম্যাচে এই কীর্তি গড়েছিলেন ১০০ ছুঁই ছুঁই টেস্ট গড়ের ব্র্যাডম্যান। ৯৭তম টেস্টে তাকে ছাড়িয়ে উইলিয়মসনের সেঞ্চুরি এখন ৩০টি।

টেস্টে সবচেয়ে বেশি ৫১ সেঞ্চুরির মালিক শচীন টেন্ডুলকার। ৪৫ সেঞ্চুরি নিয়ে দুইয়ে আছেন রিকি পন্টিং। তাদের রেকর্ড থেকে অনেক দূরে থাকলেও নিউজিল্যান্ড ব্যাটারদের মধ্যে উইলিয়ামসনের ৩০ সেঞ্চুরিই সর্বোচ্চ।

নিউজিল্যান্ড প্রথম দিন শেষ করেছে ২ উইকেটে ২৫৮ রানে। উইলিয়ামসন অপরাজিত ১১২ রানে। ২৫৯ বলে ইনিংসটি সাজিয়েছেন তিনি। তরুণ তারকা রাচিন রবীন্দ্র অপরাজিত ১১৮ রানে। ক্যারিয়ারের চতুর্থ টেস্টে প্রথম সেঞ্চুরি পেলেন রবীন্দ্র।

অভিষেকে প্রথম বলে উইকেট পেয়েছেন টিসেপো মোরেকি। ছবি : এক্স

ঘরোয়া টি-টোয়েন্টি লিগের জন্য দক্ষিণ আফ্রিকা খেলাচ্ছে অনভিজ্ঞ এক দল। মাউন্ট মঙ্গানুইয়ে টেস্ট অভিষেক হয়েছে তাদের ৫ ক্রিকেটারের। এমনকি অধিনায়ক নেইল ব্র্যান্ডও খেলছেন প্রথম টেস্ট।

অভিষিক্তদের মধ্যে প্রথম বলে উইকেট পেয়েছেন টিসেপো মোরেকি। ডেভন কনওয়েকে এলবিডব্লিউ করেন তিনি। এ বছর ১৭ জানুয়ারি অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম বলে উইকেট নিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের শামার জোসেফও।

 টেস্ট ক্রিকেটের ১৪৬ বছরের ইতিহাসে তৃতীয়বার একই বছরে দুবার কোনো বোলারের ক্যারিয়ারের প্রথম বলেই উইকেট পাওয়ার ঘটনা ঘটল। এর আগে ১৯০৬ ও ২০১১ সালে হয়েছিল এমনটা।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত