Beta
বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
Beta
বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫

ইউরো-কোপা নয় আজ সবচেয়ে দামি আরেক ফাইনাল!

rt6
[publishpress_authors_box]

ক্রীড়াঙ্গনে আজ উৎসবের রাত। ১৪ জুলাই বার্লিনে ইউরোর ফাইনালে মুখোমুখি স্পেন-ইংল্যান্ড। স্পেন চতুর্থ ইউরো জিতবে নাকি ইংল্যান্ড প্রথম-ফুটবল বিশ্বে চলছে সেই আলোচনা।

আবার মায়ামিতে কোপার ফাইনালে (আন্তর্জাতিক সময় ১৪ জুলাই, বাংলাদেশ সময় সকাল ৬টা) মুখোমুখি লিওনেল মেসির আর্জেন্টিনা ও হামেস রোদ্রিগেসের কলম্বিয়া। আর্জেন্টিনা কোপা-বিশ্বকাপ-কোপা জিততে পারবে কিনা, আনহেল দি মারিয়া বিদায় রাঙাতে পারবেন কিনা-এটা নিয়েও আগ্রহ আছে যথেষ্ট।

বাংলাদেশ সময় রাত ৭টায় শুরু হবে কার্লোস আলকারাজ ও নোভাক জোকোভিচের উইম্বলডন ফাইনাল। টেনিসের বিশ্বকাপ নামে পরিচিত উইম্বলডন ফাইনালে একেকটা টিকিটের দাম আকাশ ছুঁয়েছে যেন।

যুক্তরাষ্ট্রের ধারাভাষ্যকার ড্যারেন রোভেল এক্স-এ লিখেছেন, ‘‘ জোকোভিচ-আলকারাজের ফাইনাল ক্রীড়াঙ্গনের ইতিহাসে টিকিটের দামের নিরিখে সবচেয়ে দামি ফাইনাল হতে চলেছে। এখন সবচেয়ে কমদামি টিকিটের দাম ১০ হাজার ডলারের বেশি!’’

অর্থাৎ সবচেয়ে কমদামি টিকিট পেতে হলে বাংলাদেশি মুদ্রায় গুণতে হবে প্রায় ১২ লাখ টাকা। সবচেয়ে দামি টিকিটের দাম ৩ লাখ ডলার! সেন্টার কোর্টের দর্শক আসন ১৪ হাজার ৯৭৯টি। সেখানে থাকা নিশ্চিত করেছেন ডেভিড বেকহাম, রোহিত শর্মার মতো তারকারা। তাই বাংলাদেশি মুদ্রায় শেষ পর্যন্ত কত টাকার টিকিট  বিক্রি হয় সেটাই দেখার।

প্রাইজমানির দিক দিয়েও কম যায় না উইম্বলডন। আজ জোকোভিচ বা আলকারাজ জিতলে পাবেন ৩.৪ ‍মিলিয়ন ডলার। সেখানে কোপার চ্যাম্পিয়ন দল পাবে ১৬ মিলিয়ন ডলার, যা পুরো দল আর স্টাফদের জন্য।

আর ইউরো চ্যাম্পিয়ন দল পাবে ৮ মিলিয়ন ইউরো (সেটা প্রায় ৩০ মিলিয়ন ইউরোর কাছাকাছি হবে যদি গ্রুপ পর্বের সব ম্যাচ জিতে)। সেই প্রাইজমানিও ভাগ করে দেয়া হবে সবার মধ্যে। সেক্ষেত্রে একক চ্যাম্পিয়ন হিসেবে উইম্বলডন জয়ীর প্রাইজমানি আকাশ ছোঁয়াই।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত