Beta
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
Beta
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪

ক্ষেতে শীতের সবজি, ব্যস্ত কৃষক

শীত মানেই বাজার ভরা শাক-সবজি। শীতকালীন সবজির চাষ করছেন কৃষকরা। নারায়ণগঞ্জের জালকুড়ি থেকে তোলা ছবি : জীবন আমীর
শীত মানেই বাজার ভরা শাক-সবজি। শীতকালীন সবজির চাষ করছেন কৃষকরা। নারায়ণগঞ্জের জালকুড়ি থেকে তোলা ছবি : জীবন আমীর
[publishpress_authors_box]
[publishpress_authors_box]
যদিও এখন অনেককিছুই পাওয়া যায় বছরজুড়ে। তবে মৌসুমী সবজির যে স্বাদ, তা অতুলনীয়। ছবি : জীবন আমীর
পুরো মাঠজুড়ে করা হয়েছে নানা রকম শাক-সবজির চাষ। মাঠে কাজ করতে যাচ্ছেন কৃষক। ছবি : জীবন আমীর
মাঠে করা হয়েছে লালশাকের চাষ। সেটার পরিচর্যার কাজ করছেন এক কৃষক। ছবি : জীবন আমীর
মাঠজুড়ে ফসল থাকায় রয়েছে অনেক পোকামাকড়ও। খাবারের খোঁজ করছে একটি পাখি। ছবি : জীবন আমীর
সবজির ফুলে ছেয়ে আছে মাঠ। সেই সব ফুলে পিঁপড়ার সারি। ছবি : জীবন আমীর
এখান থেকে এসব শাক-সবজি চলে যাবে বাজারে। চাহিদা মেটাবে ক্রেতাদের। ছবি : জীবন আমীর
শীতকালে বাজারে থাকবে লেবুও। ছবি : জীবন আমীর

আরও পড়ুন