Beta
শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
Beta
শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫

জনদুর্ভোগ হয় এমন আন্দোলন থেকে সরে আসুন : কাদের

কাদের
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের
[publishpress_authors_box]

সরকারি চাকরিতে কোটা সুবিধা বাতিলের বিষয়ে আদালতের চূড়ান্ত রায় পর্যন্ত আন্দোলনকারীদের অপেক্ষা করতে বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সেই সঙ্গে জনদুর্ভোগ তৈরি হয়, এমন আন্দোলন থেকে সরে আসার আহ্বানও জানিয়েছেন তিনি।

সোমবার ঢাকার ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, “আদালত উভয় পক্ষের যুক্তিতর্ক শুনে নিশ্চয়ই একটা চূড়ান্ত রায় প্রদান করবেন। উচ্চ আদালতের রায় না হওয়া পর্যন্ত সবার অপেক্ষা করা উচিত। কোনও ধরনের উত্তেজনা, রাস্তাঘাট বন্ধ করে মানুষের দুর্ভোগ সৃষ্টি পরিহার করা উচিত। বিশেষত এইচএসসি পরীক্ষার্থী-অভিভাবকদের অসুবিধা হয় যে কর্মসূচিতে, সে ধরনের কর্মসূচি পরিহার করা দরকার।”

২০১৮ সালে পরিপত্র জারি করে সব ধরনের কোটা বিলোপের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “এই আদেশের বিরুদ্ধে ৭ জন মুক্তিযোদ্ধার সন্তান উচ্চ আদালতে রিট করেন। দেশের উচ্চ আদালত কোটা বাতিলের পরিপত্র বাতিল করেছেন। সরকারপক্ষের আইনজীবী এই রায়ের বিপক্ষে আপিল করেছেন।”

সরকার কোটা বাতিলের দাবির প্রতি আন্তরিক বলেই অ্যাটর্নি জেনারেল আপিল করেছেন, যোগ করেন ওবায়দুল কাদের।

দেশের উচ্চ আদালত বাস্তব পরিস্থিতি বিবেচনা করে রায় দেবে, এমন প্রত্যাশার কথাই জানালেন তিনি।

কোটা বিরোধী আন্দোলনের সঙ্গে রাজনৈতিক ইস্যু যুক্ত হয়েছে উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, “বিএনপি এই আন্দোলনের ওপর ভর করেছে। তারা সাপোর্ট করছে। সাপোর্ট করা মানেই যুক্ত হয়ে যাওয়া। কারা যুক্ত হয়েছে, কোনও ষড়যন্ত্রের অংশ কি না, সবকিছু সময় বলে দেবে।”

শিক্ষিত, দক্ষ, স্মার্ট প্রজন্ম গঠনের মধ্য দিয়ে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শেখ হাসিনার সংগ্রাম অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে মেধাবী তরুণ প্রজন্ম প্রয়োজন, যোগ করেন তিনি।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত