চলতি সপ্তাহে ব্যাংক থেকে একজন গ্রাহক দৈনিক সর্বোচ্চ ২ লাখ টাকা তুলতে পারবেন। দেশের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় এমন নির্দেশনা দেওয়া হয়েছে।
শনিবার রাতে বাংলাদেশ ব্যাংক থেকে সব ব্যাংকের প্রধান নির্বাহীদের এসএমএসের মাধ্যমে এই নির্দেশনা দেওয়া হয়।
এতে বলা হয়, নিরাপত্তার কারণে শাখায় টাকা স্থানান্তর করতে সমস্যা হচ্ছে। এ জন্য এক হিসাব থেকে দৈনিক ২ লাখ টাকার বেশি উত্তোলন করা যাবে না। চেকের মাধ্যমে লেনদেন তদারকি জোরদার করতে হবে ও সন্দেহজনক লেনদেন বন্ধ করতে হবে।
তবে একজন গ্রাহক নগদ টাকা উত্তোলন করতে না পারলেও যেকোনো পরিমাণ নগদ টাকা স্থানান্তর ও ডিজিটাল লেনদেন করতে পারবেন।
কেন্দ্রীয় ব্যাংক থেকে এমন নির্দেশনা পাওয়ার কথা স্বীকার করেছেন রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আফজাল করিম।
শনিবার রাতে তিনি সকাল সন্ধ্যাকে বলেন, “দেশের বর্তমান পরিস্থিতিতে একজন গ্রাহক ব্যাংক থেকে দৈনিক নগদ ২ লাখ টাকার বেশি তুলতে পারবেন বলে নির্দেশনা দেওয়া হয়েছে। রবিবার থেকে পুরো সপ্তাহ এই নির্দেশ অনুসরণ করতে বলা হয়েছে।”
এর আগে গত সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার একজন গ্রাহকের সর্বোচ্চ ১ লাখ টাকা তোলার সুযোগ ছিল। অবশ্য কোনও ব্যবসায়ী বেতন-ভাতা পরিশোধের জন্য নিরাপত্তা নিশ্চিত করে বেশি টাকা উত্তোলন করতে চাইলে পারবেন। আবার প্রবাসীর বড় অংকের টাকা আসলে নিরাপত্তা নিশ্চিত করে তাও তুলতে কোনও সমস্যা নেই।
গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের পর ৮ আগস্ট থেকে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের যাত্রা শুরু হয়েছে। তবে আগের মতো পুলিশ কার্যক্রমে নেই।
এই সময়ে অনেকেই ব্যাংক থেকে বেশি নগদ টাকা উত্তোলন করে ব্যাংক খাত অস্থিতিশীল করতে পারে। সে জন্য নিরাপত্তার স্বার্থে ব্যাংক থেকে টাকা উত্তোলনের সীমা আরোপ করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
নাম প্রকাশ না করার শর্তে বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা সকাল সন্ধ্যাকে বলেন, দেশে নতুন সরকার এসেছে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি কম। এই সময়ে কেউ যাতে নগদ টাকা নিয়ে কোনও অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে না পারে এবং নগদ টাকা নিয়ে নিরাপত্তা সমস্যায় না পড়ে, সে জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) দেশের উদ্ভূত পরিস্থিতিতে রাজনৈতিক ব্যক্তিদের ব্যাংক লেনদেনে অতিরিক্তি সতর্কতা অবলম্বন করতে সব বাণিজ্যিক ব্যাংককে নির্দেশনা দিয়েছে।
গত বৃহস্পতিবার ব্যাংকগুলোর প্রধান অর্থপাচার নিরোধ কর্মকর্তাদের সঙ্গে সভা করে ওই নির্দেশনা দেয় বিএফআইইউ।