কক্সবাজার শহরের বাঁকখালী নদীর মোহনা থেকে অজ্ঞাত পরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার বিকালে কক্সবাজার পৌরসভার নুনিয়ারছড়া মোহনা থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানান কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুজ্জামান।
পুলিশের ধারণা, মরদেহটি জোয়ারের পানিতে ভেসে এসেছে।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুজ্জামান বলেন, বাঁকখালী নদীর নুনিয়ারছড়া মোহনায় মরদেহ ভাসতে দেখে স্পিডবোট চালকরা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে এক নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়।
নিহত নারীর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি উল্লেখ করে ওসি জানান, ময়নাতদন্তের আগে কিছুই বলা যাচ্ছে না।