বহুজাতিক প্রতিষ্ঠান
বাংলাদেশের ব্যবসায়িক জগতে নারীরা দ্রুতগতিতে তাদের অবস্থান দৃঢ় করছে। নারী উদ্যোক্তা, ব্যবস্থাপক ও নেতৃত্বে পৌঁছাচ্ছেন নারীা, যা দেশের অর্থনীতিতে তাদের ক্রমবর্ধমান গুরুত্বের প্রতিফলন ঘটাচ্ছে।
রূপালী চৌধুরী ২০০৮ সাল থেকে বহুজাতিক প্রতিষ্ঠান বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি তিন মেয়াদে ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এফআইসিসিআই) সভাপতির দায়িত্ব পালন করেছেন। রূপালী চৌধুরী আইবিএ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমবিএ এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে অনার্সসহ স্নাতক সম্পন্ন করেছেন।
আরেক বহুজাতিক প্রতিষ্ঠান কোকা-কোলা বাংলাদেশের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হয়েছেন বাংলাদেশি নারী জু-উন নাহার চৌধুরী। প্রথম বাংলাদেশি ও প্রথম নারী হিসেবে তিনি প্রতিষ্ঠানটির এমডির দায়িত্ব পেয়েছেন।
ব্যাংক, ইন্স্যুরেন্স, তথ্য-প্রযুক্তি
ব্যাংক, বিমা ও গবেষণা প্রতিষ্ঠানের প্রধান হিসেবেও বাংলাদেশে নারী কাজ করছেন। এখন অনেক নারী শীর্ষ নির্বাহী হিসেবে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানও চালাচ্ছেন। বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের শীর্ষ পদ বা পরিচালনা পর্ষদেও রয়েছেন অনেক নারী।
তাদের মধ্যে সবচেয়ে আলোচিত হুমায়রা আজম। তিনি ২০১৮ সাল থেকে ট্রাস্ট ব্যাংকের এমডি ও সিইও (প্রধান নির্বাহী কর্মকর্তা)হিসেবে দায়িত্ব পালন করছেন। হুমায়রা আজম বাংলাদেশের ৫২ বছরের ইতিহাসে কোনও বাণিজ্যিক ব্যাংকে প্রথম নারী ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও হিসেবে নিযুক্ত হন। অতীতে কয়েকজন নারী ভারপ্রাপ্ত এমডি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তবে বাণিজ্যিক ব্যাংকের প্রথম পূর্ণাঙ্গ নারী সিইও হুমায়রা।
এছাড়া সিটি ব্যাংকের চার দশকের ইতিহাসে প্রথম নারী অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) হিসেবে দায়িত্ব নিয়েছেন মাহিয়া জুনেদ। একই ব্যাংকের মানব সম্পদ বিভাগের প্রধানের দায়িত্বে রয়েছেন নিশাত আনোয়ার।
ইন্সুরেন্সের শীর্ষ পদেও রয়েছেন একজন নারী। গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের এমডি ও সিইওর দায়িত্ব পালন করছেন ফারজানা চৌধুরী।
প্রতিষ্ঠার পর থেকে সহজ ডটকমের এমডির দায়িত্ব পালন করছেন তথ্য প্রযুক্তি খাতের পরিচিত মুখ মালিহা এম কাদির। এ খাতের আরেক পরিচিত মুখ সোনিয়া বশির কবির। তিনি মাইক্রোসফটের বাংলাদেশ, মিয়ানমার, নেপাল, ভুটান ও লাওসের প্রধান হিসাবে দায়িত্ব পালন করেছেন। কয়েক বছর আগে তিনি তথ্যপ্রযুক্তি খাতের বিনিয়োগ প্রতিষ্ঠান এসবিকে ভেঞ্চার প্রতিষ্ঠা করেন।
রুবাবা দৌলা মতিন ওরাকল বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টরের দায়িত্ব পালন করছেন। তিনি ফরেন ইনভেস্টর্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালনা পর্ষদের সদস্য। এছাড়া দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালনা পর্ষদের সদস্যও তিনি।
কয়েকটি ব্যাংকের পরিচালনা পর্ষদেও আছেন কয়েকজন নারী। তাদের মধ্যে সবচেয়ে আলোচিত হচ্ছেন রুকমীলা জামান। তিনি বেসরকারি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। এর আগের মেয়াদেও তিনি ব্যাংকটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।
নারী উদ্যোক্তা রুকমীলা আরামিট গ্রুপের এমডি। তিনি সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদের স্ত্রী।
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের পরিচালনা পর্ষদে আরও তিনজন নারী পরিচালক আছেন। তারা হলেন—রোকসানা জামান,আফরোজা জামান এবং মাসুমা পারভিন।
আরেক বেসরকারি ব্যাংক ইস্টার্ন ব্যাংক লিমিটেডের (ইবিএল) পরিচালনা পর্ষদে আছেন তিন নারী। তারা হলেন— দেশের বিশিষ্ট ব্যবসায়ী ইউনিক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহা. নূর আলীর স্ত্রী সেলিনা আলী। তিনি ইউনিক গ্রুপের চেয়ারপার্সন। এই ব্যাংকে অন্য দুই নারী পরিচালক হলেন কিশোয়ার জাহান সাইদা ও জারা নমরীন। এর মধ্যে জারা নমরীন জেএফ (বাংলাদেশ) লিমিটেডের নির্বাহী পরিচালক।
সিটি ব্যাংকের পরিচালনা পর্ষদে আছেন তিন নারী। তারা হলেন— সৈয়দা শায়ারীন আজিজ, সাভেরা এইচ মাহমুদ এবং ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন (আইএফসি) মনোনিত পরিচালক রেবেকা ব্রসনান।
সোশ্যাল ইসলামী ব্যাংকের (এসআইবিএল) পরিচালনা পর্ষদে দুই নারী আছেন। একজন জেবুন্নেসা আকবর। আরেকজন বদরুন্নেসা আলম। উত্তরা ব্যাংকের পরিচালনা পর্ষদে নারী পরিচালক আছেন একজন। তিনি হলেন বদরুন্নেসা শারমিন ইসলাম।
এছাড়া আরও কয়েকটি বেসরকারি ব্যাংকের পরিচালনা পর্ষদে নারীরা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
গার্মেন্টস, ব্যবসা, গবেষণা
দেশের ব্যবসায়ী শিল্পপতিদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই’র নেতৃত্বেও আছেন নারী। সংগঠনটির সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন শমী কায়সার। তিনি দেশের ই-কমার্স খাতের সংগঠন ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) সভাপতি।
দেশের অন্যতম ব্যবসায়ী গ্রুপ নিটল-নিলয় গ্রুপের ভাইস চেয়ারম্যান একজন নারী। তিনি সাবেক সংসদ সদস্য সেলিমা আহমাদ। বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রির প্রতিষ্ঠাতা ও সভাপতি তিনি। ২০১৪ সালে ব্যবসায় অনন্য অবদানের জন্য সেলিমা আহমাদ অসলো বিজনেস ফর পিস পুরস্কার লাভ করেন।
ফাহমিদা খাতুন বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালকের দায়িত্ব পালন করছেন। তিনি ব্র্যাকের গভর্নিং বোর্ডের সদস্য। যুক্তরাষ্ট্রের গবেষণা প্রতিষ্ঠান আটলান্টিক কাউন্সিলের নন-রেসিডেন্ট সিনিয়র ফেলো।
আরেক গবেষণা সংস্থা সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিংয়ের (সানেম) গবেষণা পরিচালকও নারী। তিনি হলেন সায়েমা হক বিদিশা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক।
দেশের অন্যতম বৃহৎ ব্যবসায়িক শিল্পগোষ্ঠি সামিটের এমডি ও সিইও আয়েশা আজিজ খান। তিনি সামিট গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খানের মেয়ে। ২০২৩ সালে সিঙ্গাপুরের শীর্ষ ৫০ ধনীর তালিকায় স্থান পাওয়া আজিজ খান সামিট গ্রুপের চেয়ারম্যান।
গীতিআরা সাফিয়া চৌধুরী বিজ্ঞাপনী সংস্থা অ্যাডকম লিমিটেডের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান। তিনি দেশের আধুনিক বিজ্ঞাপন শিল্প প্রসারে অগ্রণী ভূমিকা পালনকারীদের অন্যতম। ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টার দায়িত্বও পালন করেন তিনি।
ব্যবসায়ীদের উদ্যোগে গড়ে তোলা গবেষণা সংস্থা বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভেলপমেন্টের (বিল্ড) চেয়ারপার্সন হিসেবে দায়িত্ব নিয়েছেন নিহাদ কবির। তিনি সুপ্রিম কোর্টের একজন সিনিয়র আইনজীবী, বাংলাদেশের শীর্ষস্থানীয় ল ফার্ম সৈয়দ ইশতিয়াক আহমদ অ্যান্ড অ্যাসোসিয়েটসের সিনিয়র পার্টনার। মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) সাবেক প্রেসিডেন্টও তিনি। এছাড়া তিনি ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেড ও ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্ট লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারপার্সন হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
বিল্ডের প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) দায়িত্বও পালন করছেন ফেরদৌস আরা বেগম।
দেশের রপ্তানি আয়ের প্রধান খাত তৈরি পোশাক শিল্পমালিকদের সংগঠন বিজিএমইএ’র পরিচালনা পর্ষদেও তিনজন নারী পরিচালক রয়েছেন। তাদের একজন হলেন ব্যারিস্টার বিদ্যা অমৃত খান। তিনি বাংলাদেশের প্রথম রপ্তানিমুখি পোশাক কারখানা দেশ গার্মেন্টস’র উপ-মহাব্যবস্থাপক।
ব্যারিস্টার শেহরিন সালাম ঐশী। তিনি দেশের অন্যতম বৃহৎ পোশাক কারখানা এনভয় ডিজাইনের পরিচালক এবং বিজিএমইএ’র সাবেক সভাপতি সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদীর মেয়ে।
নীলা হোসনে আরাও বিজিএমইএ’র একজন পরিচালক। তিনি নারায়ণগঞ্জের তৈরি পোশাক খাতের অন্যতম প্রতিষ্ঠান ক্রোনী গ্রুপের চেয়ারপার্সন।