কাঠমান্ডু ত্রিভূবন আন্তর্জাতিক বিমানবন্দরে পৌছাতেই উষ্ণ অভ্যর্থনা পেলেন বাংলাদেশ নারী ফুটবলাররা। নারী সাফ চ্যাম্পিয়নশিপ খেলতে সকাল ১০ টায় কাঠমান্ডুর উদ্দেশে রওনা হয়েছিলেন সাবিনারা। ঘণ্টা দেড়েকের মধ্যেই কাঠমান্ডুতে পৌঁছান সবাই।
কাঠমান্ডু নামার পর অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা বাংলাদেশ দলের সবার গলায় উত্তরীয় পরিয়ে দেন। মাথায় পরিয়ে দেওয়া হয় নেপালের ঐতিহ্যবাহী টুপি। বাংলাদেশের ফুটবলাররা সেই উত্তরীয় গায়ে জড়িয়ে ফটোসেশন করে।
নেপালের বর্তমান আবহাওয়া বেশ স্বাভাবিক আছে। যদিও বাংলাদেশ দল মাঠে অনুশীলন করবে না মঙ্গলবার। তবে এদিন হোটেলে সাঁতারের মাধ্যমে রিকভারি সেশন করার পরিকল্পনা রয়েছে।
নারী সাফ চ্যাম্পিয়নশিপ শুরু হবে ১৭ অক্টোবর। টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ।