মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আয়োজক বাংলাদেশ। আগামী অক্টোবরে কুড়ি ওভারের বিশ্বকাপ হওয়ার কথা। কিন্তু বাংলাদেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় বিকল্প ভেন্যু নিয়ে ভাবছে আইসিসি। ক্রিকইনফোর খবর, মেয়েদের প্রতিযোগিতাটি যদি সরিয়ে নিতে বাধ্য হয় আইসিসি, সেক্ষেত্রে বিকল্প ভেন্যু হতে পারে ভারত, শ্রীলঙ্কা কিংবা সংযুক্ত আরব আমিরাত।
আগামী ৩ অক্টোবর থেকে ২০ অক্টোবর বাংলাদেশের মাটিতে হওয়ার কথা মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। কিন্তু বাংলাদেশের সার্বিক যে অবস্থা, তাতে প্রতিযোগিতা আয়োজন করা নিয়ে সংশয় দেখা দিয়েছে। আইসিসি পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দিয়ে উত্তাল গোটা দেশ। শুরুতে আন্দোলন কোটাবিরোধী থাকলেও পরে সেটি হয়ে দাঁড়ায় সরকারবিরোধী। এরই রেশ ধরে সরকারের পদত্যাগের দাবি ওঠে। ছাত্র-জনতার কঠোর আন্দোলনের মুখে সোমবার (৫ আগস্ট) প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়িয়ে দেশ ছেড়েছেন শেখ হাসিনা।
বাংলাদেশের এই পরিস্থিতি পর্যবেক্ষণ করছে আইসিসি। সংস্থাটির এক কর্তা ক্রিকইনফোকে বলেছেন, “বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), তাদের নিরাপত্তা সংস্থা ও আমাদের স্বাধীন নিরাপত্তা পরামর্শকদের সঙ্গে নিয়ে ভালোভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে আইসিসি। সব অংশগ্রহণকারীদের নিরাপত্তা ও ভালো থাকাই আমাদের অগ্রাধিকার।”
ক্রিকইনফোর খবর, আইসিসি এখন বিকল্প ভেন্যু নিয়ে কাজ করছে। বাংলাদেশের বিকল্প কে হতে পারে, তা নিয়ে চিন্তা-ভাবনা করছে তারা। এই ভাবনায় এসেছে ভারত ও শ্রীলঙ্কার নাম। এই দেশ দুটি অল্প সময়ের মধ্যে বড় টুর্নামেন্ট আয়োজন করতে সক্ষম।
কিন্তু তাদের আয়োজন ঘিরে প্রশ্নও উঠেছে। অক্টোবরে শ্রীলঙ্কায় প্রচুর বৃষ্টি হয়। অন্যদিকে ভারত আয়োজক হলে পাকিস্তানের ক্রিকেটারদের ভিসা পাওয়া নিয়ে জটিলতা তৈরি হতে পারে।
এই অবস্থায় সম্ভাব্য বিকল্প হতে পারে সংযুক্ত আরব আমিরাত। ২০২১ সালে করোনা ভাইরাসের কারণে ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজক করা হয়েছিল মধ্যপ্রাচ্যের দেশটিতে। সহ-আয়োজক ছিল ওমান।