Beta
বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
Beta
বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫

বাস্কেটবলের শেষ ইভেন্টে জিতে শীর্ষে যুক্তরাষ্ট্র

bcci
[publishpress_authors_box]

অলিম্পিক বাস্কেটবলে যুক্তরাষ্ট্রেরই জয়জয়কার। ছেলেদের বাস্কেটবলে ফ্রান্সকে ফাইনালে হারিয়ে টানা পঞ্চম অলিম্পিক সোনা জিতেছে যুক্তরাষ্ট্র। প্যারিসের শেষ ইভেন্ট ছিল মেয়েদের বাস্কেটবল। সেই ফাইনালেও ফ্রান্সকে রুদ্ধশ্বাস ম্যাচে ৬৭-৬৬ পয়েন্টে হারিয়ে সোনা জিতেছে যুক্তরাষ্ট্র।

এটা মেয়েদের বাস্কেটবলে তাদের টানা অষ্টম সোনা। অলিম্পিকে মেয়েদের বাস্কেটবলের ১৩ আসরে সোনা জিতেছে তারা। সর্বশেষ ১৯৯২ সালের বার্সেলোনা অলিম্পিকে ব্রোঞ্জ জিতেছিল যুক্তরাষ্ট্র।

শেষ ইভেন্টে জিতে পদক তালিকার শীর্ষে থেকে প্যারিস অলিম্পিক শেষ করল যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র ও চীন দুই দলই সোনা জিতেছে সমান ৪০টি । তবে রুপা ও ব্রোঞ্জ জয়ে এগিয়ে থাকায় পদক তালিকায় শীর্ষে যুক্তরাষ্ট্র।

পদকে সেরা

দেশ              সোনা  রুপা   ব্রোঞ্জ  মোট

যুক্তরাষ্ট্র          ৪০      ৪৪      ৪২      ১২৬

চীন                ৪০      ২৭      ২৪      ৯১

জাপান           ২০      ১২      ১৩     ৪৫

অস্ট্রেলিয়া      ১৮      ১৯      ১৬     ৫৩

ফ্রান্স              ১৬     ২৬      ২২      ৬৪    

৪০ সোনা, ৪৪ রুপা ও ৪২ ব্রোঞ্জসহ যুক্তাষ্ট্র জিতেছে ১২৬টি পদক। ৪০টি সোনা, ২৭টি রুপা ও ২৪টি ব্রোঞ্জসহ ৯১টি পদক চীনের। জাপান ২০টি সোনা ১২টি রুপা ও ১৩টি ব্রোঞ্জসহ মোট ৪৫টি পদক জিতে অলিম্পিক শেষ করেছে তিনে থেকে। গত টোকিও অলিম্পিকেও পদক তালিকার শীর্ষে ছিল এই তিন দেশ।

 অস্ট্রেলিয়া ১৮টি আর স্বাগতিক ফ্রান্স জিতেছে ১৬টি সোনা। প্যারিসে পদক জিতেছে ৮৯টি দেশ। রিফিউজি দল ও দেশের পরিচয় ছাড়া অ্যাথলেটরাও জিতেছেন পদক। দক্ষিণ এশিয়ার মধ্যে পদক জিতেছে পাকিস্তান ও ভারত।

এবার মেয়েদের বাস্কেটবলের নাটকীয় ফাইনাল না জিতলে যুক্তরাষ্ট্র টানা তিন আসর পর হারাতে পারত অলিম্পিকের শীর্ষস্থান। ম্যাচের একেবারে শেষ সেকেন্ডে মনে হচ্ছিল ফ্রান্সের গ্যাবি উইলিয়ামস থ্রি–পয়েন্টার মেরে সমতা ফিরিয়েছেন। কিন্তু বল ছোড়ার সময় উইলিয়ামস থ্রি–পয়েন্ট লাইনের একটু ভেতরে ঢুকে যান। তাই ৩ পয়েন্ট না পেয়ে ২ পয়েন্ট পায় ফ্রান্স। তাই ১ পয়েন্টে হেরে যায় ফ্রান্স।

আরও পড়ুন

সর্বাধিক পঠিত