ছেলেদের ঢাকা প্রিমিয়ার লিগে বিদেশি ক্রিকেটার আনার অনুমতি ছিল না। তবে মেয়েদের ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটে সুযোগ আছে বিদেশি খেলানোর। তাই গতবার খেলে যাওয়া ভারতের জম্মু-কাশ্মীরের ক্রিকেটার জেসিয়া আক্তারকে এবারও দলে ভিড়িয়েছে মোহামেডান।
প্রথম ম্যাচেই আস্থার প্রতিদান দিয়েছেন জেসিয়া। খেলেছেন ৬৯ বলে ১৬ বাউন্ডারি ৩ ছক্কায় ১০২ রানের ইনিংস। জেসিয়ার বিধ্বংসী সেঞ্চুরিতে ভর করে ৫০ ওভারে ৮ উইকেটে ৩০৫ রানের পাহাড় গড়েছিল মোহামেডান। জবাবে জাবিদ আহসান সোহেল ক্রিকেট ক্লাব অলআউট মাত্র ৫১ রানে। সাবেকুন নাহার ৩ ওভারে মাত্র ৪ রানে নেন ৫ উইকেট।
বিকেএসপির ১ নম্বর মাঠে ২৫৪ রানের বিশাল ব্যবধানে লিগের শুরুটা করল শিরোপা প্রত্যাশী মোহামেডান। মোহামেডানের হয়ে মুরশিদা খাতুন ৩৭ ও রোমানা আহমেদ করেছিলেন ৪১ রান।
বিকেএসপির ৪ নম্বর মাঠে কলাবাগান ক্রীড়াচক্র ৬৫ রানে হারিয়েছে সিটি ক্লাবকে। কলাবাগানের ১৮৮ রানের জবাবে সিটি ক্লাব গুটিয়ে যায় ১২৩-এ। কলাবাগানের মেহেরুন নেসা জয় নেন ৪০ রানে ৪ উইকেট।
জাতীয় দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি খেলছেন রুপালী ব্যাংক ক্রীড়া পরিষদ ক্রিকেট ক্লাবে। বিকেএসপির ৩ নম্বর মাঠে নিগারের দল ৮ উইকেটে হারায় বাংলাদেশ আনসার ও ভিডিপি দলকে। আনসারের ২১১ রানের চ্যালেঞ্জ ফারজানা হক পিংকির ৯৪, লতা মন্ডলের ৫৯ ও নিগার সুলতানার ৩৬-এ ৪৬.৩ ওভারে সহজে পেরিয়ে যায় রুপালী ব্যাংক।