Beta
রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
Beta
রবিবার, ১০ নভেম্বর, ২০২৪

নারী সাফের ফাইনালের টিকিট বিক্রি বন্ধ

ভারত-নেপাল সেমিফাইনালে এভাবেই গ্যালারি উপচে পড়ে দর্শকে। ছবি: সকাল সন্ধ্যা
ভারত-নেপাল সেমিফাইনালে এভাবেই গ্যালারি উপচে পড়ে দর্শকে। ছবি: সকাল সন্ধ্যা
Picture of ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

[publishpress_authors_box]

আজ (বুধবার) সন্ধ্যা ৬-৪৫ মিনিটে শুরু হবে নারী সাফের ফাইনাল। কাঠমান্ডু দশরথ স্টেডিয়ামে বাংলাদেশ মুখোমুখি হবে স্বাগতিক নেপালের। এই ম্যাচের টিকিট বিক্রি হওয়ার কথা ছিল কাল থেকে। কিন্তু আনফা (অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন) এই ম্যাচের টিকিট বিক্রি বন্ধ করে দিয়েছে।

কাঠমান্ডু দশরথ রঙ্গশালায় ১৫ হাজার দর্শক ধরে।

 খোঁজ নিয়ে জানা গেছে, নিরাপত্তা জনিত কারণে টিকিট বিক্রি বন্ধ করা হয়েছে। সাফের টিকিট বিক্রির স্বত্ব পেয়েছে মাউন্ট এভারেস্ট স্পোর্টস অ্যান্ড ইভেন্টস প্রাইভেট লিমিটেড। যারা গত ২৭ অক্টোবর সেমিফাইনালে ভারত ও নেপালের ম্যাচের দিনে স্টেডিয়ামের ধারণক্ষমতার চেয়ে বেশি দর্শক কালোবাজারে ছেড়েছে। এই বিষয়টি আনফা বুঝতে পেরে টিকিটি বিক্রির স্বত্ব কেড়ে নিয়েছে। যার প্রেক্ষিতে ফাইনালের টিকিট কখন থেকে কিভাবে দেওয়া হবে সেটা নিয়ে রয়েছে ধোঁয়াশা।

অথচ নেপালে ফুটবল ম্যাচ মানেই দর্শক উপচে পড়া গ্যালারি। বিশেষ করে স্বাগতিক নেপাল টুর্নামেন্টে সাফল্য পেলে দর্শকদের টিকিটের চাহিদা বেড়ে যায়। এবারও টিকিট নিয়ে একটা হুলস্থুল হওয়ার শঙ্কা রয়েছে।  

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত