Beta
শনিবার, ১২ জুলাই, ২০২৫
Beta
শনিবার, ১২ জুলাই, ২০২৫

বিশ্বচ্যাম্পিয়ন হতে প্রোটিয়াদের চাই ২৮২ রান

ফিফটি করেছেন মিচেল স্টার্ক। ছবি : ক্রিকইনফো
ফিফটি করেছেন মিচেল স্টার্ক। ছবি : ক্রিকইনফো
[publishpress_authors_box]

লর্ডসে চতুর্থ ইনিংসে কখনো ১১৯ রানের বেশি করতে পারেনি দক্ষিণ আফ্রিকা। এবার বিশ্বচ্যাম্পিয়ন হতে হলে বদলাতে হবে ইতিহাসটা। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া অলআউট হয়েছে ২০৭ রানে। তাদের লিড ২৮১ রান। ১৯৯৮ সালের পর আইসিসির কোনো ট্রফি জিততে প্রোটিয়াদের চাই ২৮২ রান।

টেস্ট পাঁচবার ২৫০ ‍ রানের বেশি তাড়া করে জেতার কীর্তি আছে দক্ষিণ আফ্রিকার । এর তিনটিই অস্ট্রেলিয়ার বিপক্ষে। সর্বশেষ ২০০৮ সালে পার্থের ওয়াকায় ৪১৪ রান করে জিতেছিল প্রোটিয়ারা। লর্ডসে কী ২৮২ করতে পারবে তারা?

উসমান খাজা, স্টিভেন স্মিথরা না পারলেও শেষ দিকে প্রতিরোধ গড়েন মিচেল স্টার্ক। প্রথম ইনিংসে ২ উইকেট পাওয়া এই পেসার ৯ নম্বরে নেমে করেছেন ফিফটি। ১৩৬ বলে ৫ বাউন্ডারিতে ৫৮ রানে অপরাজিত ছিলেন তিনি।

দ্বিতীয় ইনিংসে রাবাদা নিয়েছেন ৪ উইকেট।

৮ উইকেটে ১৪৪ রানে দ্বিতীয় দিন শেষ করা অস্ট্রেলিয়া স্টার্কের ব্যাটে চড়ে আজ (শুক্রবার) লাঞ্চের আগে অলআউট হয় ২০৭ রানে। এছাড়া অ্যালেক্স ক্যারি আক্রমণাত্মক ব্যাটিংয়ে ৫০ বলে খেলেন ৪৩ রানের ইনিংস।

অস্ট্রেলিয়ার দশম উইকেট জুটি ব্যাটিং করেছে ২২.২ ওভার, যোগ করেছে ৫৯ রান। লর্ডসে অতিথি দলের দশম উইকেটে এটি পঞ্চম সর্বোচ্চ। হ্যাজলউড ৫৩ বলে ১৭ করে আউট হলেও স্টার্ক নয় নম্বরে নেমে করেন তার অষ্টম ফিফটি। টেস্ট ইতিহাসে নয় বা তার নিচে নামা ব্যাটারদে মধ্যে এটিই সর্বোচ্চ ফিফটির রেকর্ড।

প্রথম ইনিংসে ৫ উইকেট নেওয়া কাগিসো রাবাদার দ্বিতীয় ইনিংসে শিকার ৪ উইকেট। লুঙ্গি এনডিগি নিয়েছেন ৩ উইকেট।

আরও পড়ুন

সর্বাধিক পঠিত