Beta
মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪
Beta
মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪

ক্রিকেটারদের বিশ্বকাপ পাওনা আটকে আছে যে কারণে

we3
Picture of ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

২০২৩ ওয়ানডে বিশ্বকাপ শেষ হয়েছে গত বছরের নভেম্বরে। মাঝে ৯ মাস গত হলেও আইসিসির দেওয়া প্রাইজমানির টাকা এখনও হাতে পাননি বাংলাদেশ দলের ক্রিকেটাররা। আইসিসির এই টাকা পাওয়ার একটা প্রক্রিয়া আছে। সেই প্রক্রিয়া মতো কাজ অগ্রসর হয়নি বলেই ক্রিকেটারদের টাকা আটকে আছে।

২০২৩ বিশ্বকাপের মূল পর্বে অংশগ্রহণের জন্য ১ লাখ মার্কিন ডলার প্রাইজমানি পেয়েছিল বাংলাদেশ। কোনও ম্যাচ না জিতলেও ওই পরিমাণ অর্থ নিশ্চিত ছিল নাজমুল হোসেন শান্তদের জন্য। তবে দুই ম্যাচ জেতায় ৪০ হাজার করে আরও ৮০ হাজার মার্কিন ডলার বেশি পেয়েছে বাংলাদেশ। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ কোটির মতো।

তবে এই টাকা এখনও ক্রিকেটাররা পাননি। রবিবার এ নিয়ে অভিযোগ তুলেছেন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) সাধারণ সম্পাদক দেবব্রত পাল। সকাল সন্ধ্যাকে তিনি বলেছেন, “ ওই টাকা ক্রিকেটাররা এখনও বিসিবি থেকে পায়নি। আমি যতদূর জানি এই টাকা দেওয়ার একটা চুক্তি থাকে, সম্ভবত ১৫ দিনের মধ্যেই এই টাকাটা দিয়ে দিতে হয়।”

আইসিসির বিশ্বকাপ প্রাইজমানি ক্রিকেটারদের হাতে আসার একটা প্রক্রিয়া আছে। যে দেশে টুর্নামেন্ট আয়োজিত হয়, ওই দেশের আয়কর নিয়ম অনুযায়ী ক্রিকেটারদের করের টাকা কর্তন করার পর তা বিভিন্ন দেশের বোর্ডে পৌঁছে দেয় আয়োজক দেশ বা দেশের ক্রিকেট বোর্ড। সেই প্রক্রিয়া মতো বিসিসিআই বা ভারত থেকে এখনও বিসিবি ক্রিকেটারদের প্রাইজমানির অর্থ পায়নি, সকাল সন্ধ্যা বিসিবি সূত্রে এমনটাই জানতে পেরেছে।

ওই সূত্র আরও জানায়, “বিসিবি কখনও ক্রিকেটারদের বেতন, ভাতা, প্রাইজমানি বা এই জাতীয় অর্থ আটকে রাখে না। এমনটা কখনও হয়নি। ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ হয়েছিল সে বছর নভেম্বরে। কিন্তু আমরা ওই আসরের প্রাইজমানি ক্রিকেটারদের দিয়েছিলাম পরের বছর মার্চে। সুতরাং এগুলো নিয়ম মতোই আসে এবং ক্রিকেটারদের দেওয়া হয়।”

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত