Beta
শনিবার, ১২ জুলাই, ২০২৫
Beta
শনিবার, ১২ জুলাই, ২০২৫

নেদারল্যান্ডসের গোল উৎসব সেনেগালের ইংল্যান্ড বধ

s5
[publishpress_authors_box]

বিশ্বকাপ বাছাইপর্বে মাল্টাকে বিধ্বস্ত করল নেদারল্যান্ডস। মঙ্গলবার রাতে ৮-০ ব্যবধানের জয়ে যেন গোল উৎসব করেছে তারা। জোড়া গোল করেছেন মেমফিস ডিপাই ও ডনিয়েল মালেন।

একটি করে গোল অধিনায়ক ভার্জিল ফন ডাইক, জাভি সিমন্স, নোয়া ল‍াং ও মিকি ফন ডি ফেনের। নেদারল‍্যান্ডসের হয়ে রবিন ফন পার্সির সর্বোচ্চ গোলের রেকর্ডে ভাগ বসিয়েছেন ডিপাই। দুজনই ১০২ ম্যাচে করেছেন সমান ৫০ গোল।

বিশ্বকাপ বাছাইয়ে এটা নেদারল‍্যান্ডসের টানা দ্বিতীয় জয়। গত শনিবার ফিনল‍্যান্ডকে হারিয়েছিল তারা। সেই ফিনল্যান্ড মঙ্গলবার ২-১ গোলে হারিয়েছে ওয়েলসকে।

সেনেগাল ৩-১ গোলে হারিয়েছে ইংল্যান্ডকে।

এছাড়া বিশ্বকাপ বাছাইপর্বের ইউরোপিয়ান অঞ্চলের অপর ম্যাচে রোমানিয়া ২-০ গোলে সাইপ্রাসকে, অস্ট্রিয়া ৪-০ গোলে সান মারিনোকে আর সার্বিয়া ৩-০ গোলে হারিয়েছে এন্ডোরাকে।

অপর দিকে প্রীতি ম্যাচে ইংল্যান্ডকে ৩-১ গোলে হারিয়েছে সেনেগাল। আফ্রিকার প্রথম দল হিসেবে ইংল্যান্ডের বিপক্ষে জয় পেল সেনেগাল। ২২ ম‍্যাচে আফ্রিকার কোনো দলের বিপক্ষে ইংলিশদের এটাই প্রথম হার। এছাড়া টমাস টুখেলের অধীনে এটা হ্যারি কেইনদের প্রথম হার।

আরও পড়ুন

সর্বাধিক পঠিত